

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


চলতি ২০২৫-২৬ অর্থবছরের শুরু থেকেই দেশের রপ্তানি বাণিজ্যে মন্থরতা দেখা যাচ্ছে। আগস্ট থেকে টানা চার মাস ধরে কমছে রপ্তানি আয়। সর্বশেষ গত নভেম্বরে আগের অর্থবছরের একই সময়ের তুলনায় রপ্তানি আয় হ্রাস পেয়েছে ৫ দশমিক ৫৪ শতাংশ।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) হালনাগাদ তথ্য থেকে এই চিত্র জানা গেছে।
ইপিবির হিসাব অনুযায়ী, সদ্য সমাপ্ত নভেম্বরে বাংলাদেশ ৩ দশমিক ৮৯ বিলিয়ন ডলারের পণ্য রপ্তানি করেছে। গত অর্থবছরের একই মাসে রপ্তানি আয় ছিল ৪ দশমিক ১২ বিলিয়ন ডলার। ফলে বছরওয়ারি হিসাবে এক মাসে রপ্তানি আয়ে উল্লেখযোগ্য পতন ঘটেছে।
তবে মাসওয়ারি তথ্য কিছুটা স্বস্তির ইঙ্গিত দিচ্ছে। গত অক্টোবরে তুলনায় নভেম্বরে রপ্তানি আয় প্রায় ২ শতাংশ কম হলেও সামান্য বৃদ্ধি পেয়েছে।
এদিকে জুলাই থেকে নভেম্বর পর্যন্ত প্রথম পাঁচ মাসের সার্বিক হিসাবে রপ্তানি আয়ে দেখা গেছে সামান্য ইতিবাচক প্রবৃদ্ধি, যার হার ০ দশমিক ৬২ শতাংশ।
মন্তব্য করুন

