শুক্রবার
২১ নভেম্বর ২০২৫, ৬ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
২১ নভেম্বর ২০২৫, ৬ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

মাঠে গিয়ে জমি মেপে দিলেন বিচারক

পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি
প্রকাশ : ২০ নভেম্বর ২০২৫, ০৫:৪৭ পিএম
বিচারক নিজে মাঠে গিয়ে জমি মেপে দিলেন
expand
বিচারক নিজে মাঠে গিয়ে জমি মেপে দিলেন

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার নারায়নপুর গ্রামে জমি নিয়ে দুই পক্ষের দীর্ঘদিনের বিরোধ জেলা লিগ্যাল এইডের মাধ্যমে আপোসে মীমাংসা করা হয়েছে।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) দুপুরে চিফ লিগ্যাল এইড কর্মকর্তা ও সিনিয়র সহকারী জজ মজনু মিয়া ঘটনাস্থলে উপস্থিত হয়ে বৈঠকের মাধ্যমে এ বিরোধ মীমাংসা করে দেন।

নারায়নপুর গ্রামে ১ একর ১৯ শতক জমি নিয়ে পারুল বেগম ও ইমদাদুল হকের অংশীদারদের মধ্যে বিরোধ চলছিল। এ বিষয়ে পারুল বেগম জেলা লিগ্যাল এইড অফিসে অভিযোগ করলে লিগ্যাল এইডের বিচারক ঘটনাস্থলে এসে উভয় পক্ষের মধ্যে আপোসে সমাধান করে দেন এবং যার যার অংশ মেপে সীমানা নির্ধারণ করে দেন।

কোনো রকম খরচ ছাড়াই এমন বিচার পেয়ে উভয় পক্ষই সন্তুষ্টি প্রকাশ করেন। এ সময় থানা পুলিশ, গণমাধ্যম কর্মীসহ লিগ্যাল এইডের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন