শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

পীরগঞ্জ সরকারি কলেজ ছাত্রী নিবাসে নিরাপত্তাহীনতা, ছাত্রীরা থাকতে অনিচ্ছুক

এনপিবিনিউজ ডেস্ক
প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০২৫, ১১:০৭ পিএম আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২৫, ১১:০৮ পিএম
পীরগঞ্জ সরকারি কলেজের ৫ তলা আধুনিক ছাত্রী নিবাস
expand
পীরগঞ্জ সরকারি কলেজের ৫ তলা আধুনিক ছাত্রী নিবাস

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ সরকারি কলেজের নবনির্মিত পাঁচতলা বিশিষ্ট আধুনিক ছাত্রী নিবাসে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা না থাকায় ছাত্রীদের মধ্যে অনীহা দেখা দিয়েছে। ১৫২ জন ধারণক্ষমতার এই আবাসিকে বর্তমানে অবস্থান করছেন মাত্র সাতজন শিক্ষার্থী।

কলেজ সূত্র জানায়, কলেজটিতে নয়টি অনার্স বিভাগ চালু রয়েছে, যেখানে ছয় হাজারেরও বেশি শিক্ষার্থী পড়াশোনা করছেন। প্রায় অর্ধেক শিক্ষার্থীই ছাত্রী, যাদের বড় অংশ বিভিন্ন উপজেলা ও জেলার। তাদের জন্য সরকারি উদ্যোগে ছাত্র ও ছাত্রীদের জন্য দুটি আধুনিক আবাসিক ভবন তৈরি করা হয়। ছাত্রাবাসে ছাত্ররা থাকলেও নিরাপত্তা নিয়ে উদ্বেগের কারণে ছাত্রী নিবাস প্রায় ফাঁকা।

কয়েক মাস আগে কলেজ কর্তৃপক্ষের উদ্যোগে একজন মহিলা শিক্ষকের তত্ত্বাবধানে আট-নয়জন ছাত্রী সেখানে ওঠেন। প্রথম দিকে তারা স্বাচ্ছন্দ্যে থাকলেও অল্প কিছুদিনের মধ্যে চুরির কয়েকটি ঘটনা ঘটে। এতে আতঙ্ক তৈরি হলে ছাত্রীরা চলে যেতে চান। নিরাপত্তার আশ্বাসে তারা থাকলেও নতুন করে কেউ আর উঠছেন না।

বর্তমানে থাকা ছাত্রীদের মতে, জায়গাটি খোলামেলা ও পড়াশোনার উপযোগী হলেও নিরাপত্তার ঘাটতি, কারেন্ট গেলে অন্ধকার, আবাসিকে লোকসংখ্যা কম থাকায় ডাইনিং চালু না হওয়া এবং ইন্টারনেট সুবিধা না থাকা তাদের জন্য ভোগান্তির কারণ। এসব সমস্যা সমাধান হলে ছাত্রী সংখ্যা বাড়বে বলে তারা মনে করেন।

এই আধুনিক আবাসিকে প্রতিটি কক্ষে সংযুক্ত বাথরুম, রিডিং টেবিল ও ল্যাম্পের সুবিধা রয়েছে। মাসে মাত্র পাঁচশো টাকায় থাকার সুযোগ থাকলেও অনেক ছাত্রী বেশি খরচে বাইরে থাকতে বাধ্য হচ্ছেন নিরাপত্তাজনিত কারণে।

গত জুন মাসের আইনশৃঙ্খলা সভায় এই বিষয়টি উত্থাপিত হয়। সেখানে নারী আনসার নিয়োগ এবং পুলিশের টহল বাড়ানোর সুপারিশ করা হয়েছিল। কলেজ কর্তৃপক্ষকে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন