

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় মজলিশে সূরা সদস্য, জেলা আমির ও ঠাকুরগাঁও–২ আসনের সাবেক ২০ দলীয় জোটের প্রার্থী অধ্যাপক মাওলানা আব্দুল হাকিম। বিশেষ অতিথি ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারি আলমগীর হোসেন। এছাড়া বালিয়াডাঙ্গী উপজেলা জামায়াতের আমির অধ্যাপক রফিকুল ইসলাম, সেক্রেটারি অধ্যাপক সরিফুল ইসলাম, যুগ্ম সম্পাদক আব্দুর রশিদ মাস্টারও বক্তব্য রাখেন।
দুওসুও ইউনিয়ন জামায়াতের আমির অধ্যাপক মাওলানা বসির উদ্দীনের সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা জহিরুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন—বাংলাদেশ ছাত্রশিবির বালিয়াডাঙ্গী উপজেলা উত্তর শাখার সভাপতি রাজু হাসান, দক্ষিণ শাখার সভাপতি শামিম হোসেন, উপজেলা শ্রমিক কল্যাণ পরিষদের সভাপতি খলিলুর রহমানসহ অনেকে।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, রাজনৈতিক উদ্দেশ্যে জামায়াতকে নিষিদ্ধ ঘোষণা করা হলেও পরে তা প্রত্যাহার করা হয়েছে। তিনি অভিযোগ করেন, পূর্ববর্তী সরকার সাংবিধানিক অধিকার, ভোটের অধিকার, সভা-সমাবেশের স্বাধীনতা কেড়ে নিয়েছিল, বিরোধী দলীয় নেতাকর্মীদের ওপর মিথ্যা মামলা দিয়ে হয়রানি করেছে এবং বিনা ভোটের নির্বাচন করে ক্ষমতায় এসেছে। তিনি উল্লেখ করেন, পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে দেশের সব নাগরিকের—হিন্দু, মুসলিম, খ্রিষ্টান, বৌদ্ধ—সমান অধিকার নিশ্চিত হওয়া জরুরি।
সমাবেশের শেষে বৈষম্য বিরোধী আন্দোলনে নিহতদের স্মরণে ও দেশের মঙ্গল কামনায় দোয়া পরিচালনা করেন দুওসুও ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা বসির উদ্দীন।
মন্তব্য করুন

