শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

ঠাকুরগাঁও রিপোর্টার্স ইউনিটির আহ্বায়ক কমিটি ঘোষণা

এনপিবিনিউজ ডেস্ক
প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০২৫, ১১:০৩ পিএম
সৃংগৃহীত
expand
সৃংগৃহীত

গণমাধ্যমকর্মীদের অন্যতম সংগঠন ঠাকুরগাঁও রিপোর্টার্স ইউনিটির নতুন আহ্বায়ক কমিটি গঠিত হয়েছে। মেয়াদোত্তীর্ণ কার্যনির্বাহী কমিটির স্থলাভিষিক্ত হিসেবে শনিবার (২৫ জানুয়ারি) বিকেলে সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স হলরুমে অনুষ্ঠিত সভায় সর্বসম্মতিক্রমে এ কমিটি অনুমোদন দেওয়া হয়।

নতুন কমিটিতে দৈনিক যায়যায়দিনের প্রতিনিধি এস এম মশিউর রহমান সরকারকে আহ্বায়ক, সময়ের কণ্ঠের প্রতিনিধি আল মামুনকে সদস্য সচিব এবং জনকণ্ঠের প্রতিনিধি আব্দুল্লাহ্ আল নোমান রহমানকে সদস্য হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

এর আগে, ২০২২ সালের নির্বাচনে সভাপতি হয়েছিলেন বাংলাদেশ প্রতিদিনের প্রতিনিধি আব্দুল লতিফ লিটু এবং সাধারণ সম্পাদক হয়েছিলেন ডেইলি অবজারভারের প্রতিনিধি আসাদুজ্জামান। দুই বছর মেয়াদ শেষ হওয়ায় নতুন নির্বাচন প্রস্তুতির জন্য আহ্বায়ক কমিটি গঠন করা হলো।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন