শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

হরিপুর সীমান্তে পতাকা বৈঠক শেষে ১৪ বাংলাদেশি দেশে ফিরলেন

এনপিবিনিউজ ডেস্ক
প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০২৫, ১০:৫৮ পিএম
হরিপুর থানায় ফেরত আসা নাগরিকরা
expand
হরিপুর থানায় ফেরত আসা নাগরিকরা

ঠাকুরগাঁওয়ের হরিপুর সীমান্তে অননুমোদিতভাবে ভারতে প্রবেশের অভিযোগে নারী ও শিশুসহ ১৪ বাংলাদেশিকে আটক করার পর পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

মঙ্গলবার (১২ আগস্ট) সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত হরিপুর উপজেলার দনগাঁও বিওপির ৩৫৬ নম্বর পিলারের কাছে বসতপুর এলাকায় কোম্পানি কমান্ডার পর্যায়ে এই পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে ভারতীয় বিএসএফ আটক ব্যক্তিদের বিজিবির কাছে হস্তান্তর করে।

বিজিবি দুপুর ১২টা ২৫ মিনিটে ওই ১৪ জনকে হরিপুর থানায় হস্তান্তর করে আইনগত প্রক্রিয়ার জন্য।

বিজিবির তথ্য অনুযায়ী, সোমবার (১১ আগস্ট) বিকেল ৩টার দিকে ঠাকুরগাঁও ব্যাটালিয়ন (৫০ বিজিবি) এর বেতনা বিওপির বিপরীতে ভারতের কাদেরগঞ্জ এলাকায় সীমান্ত পিলার ৩৬৫/২ এস থেকে প্রায় ১২০০ গজ ভেতরে প্রবেশের সময় তাদের আটক করে ভারতীয় বিএসএফ। আটক ব্যক্তিরা সবাই ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার বাসিন্দা।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন