

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ঠাকুরগাঁও-৩ (পীরগঞ্জ ও রানীশংকৈল) সংসদীয় আসনে দাখিলকৃত মোট ১০টি মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে ৮ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।
তারা হলেন বিএনপি'র জাহিদুর রহমান জাহিদ, জামায়াতে ইসলামীর মিজানুর রহমান মাস্টার, কমিউনিষ্ট পার্টির প্রভাত সমীর শাহজাহান আলম, গণ অধিকার পরিষদের মামুনুর রশীদ মামুন, ইসলামী আন্দোলন বাংলাদেশের আল আমিন, বাংলাদেশ মাইনোরিটি জনতা পার্টির কমলা কান্ত রায়, বাংলাদেশ সুপ্রিম পার্টির আবুল কালাম আজাদ, মুসলিম লীগের খলিলুর রহমান আর এ সময় মামলা সংক্রান্ত জটিলতার কারণে জাতীয় পার্টি মনোনীত প্রার্থী হাফিজ উদ্দিনের মনোনয়নপত্র স্থগিত রাখা হয়েছে। এছাড়া স্বতন্ত্র প্রার্থী আশা মনির মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
রিটার্নিং অফিস সূত্রে জানা যায়, যাদের মনোনয়নপত্রে ত্রুটি পাওয়া গেছে তাদের মধ্যে স্থগিত হওয়া প্রার্থীরা ত্রুটি সংশোধনের সুযোগ পাবেন বলে জানিয়েছেন। নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্র সংশোধন করে জমা দিলে তাদের মনোনয়নপত্র পুনরায় যাচাই করে বৈধ অথবা বাতিল ঘোষণা করা হবে।
এ বিষয়ে জেলা রিটার্নিং কর্মকর্তা ইশরাত ফারজানা বলেন, কিছু ত্রুটির কারণে যাদের মনোনয়নপত্র স্থগিত করা হয়েছে, তারা পরবর্তীতে তাদের কাগজপত্র সংশোধন করে সঠিকভাবে দাখিল করলে আমরা আইন অনুযায়ী তাদের মনোনয়নপত্র বৈধ না বাতিল—সে সিদ্ধান্ত ঘোষণা করবো।
অন্যদিকে, স্বতন্ত্র প্রার্থী আশা মনির মনোনয়নপত্র বাতিলের বিষয়ে তার সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
এদিকে মনোনয়ন যাচাই-বাছাই শেষে বৈধ ঘোষিত প্রার্থীরা নির্বাচনী কার্যক্রমে অংশগ্রহণের প্রস্তুতি নিতে শুরু করেছেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
মন্তব্য করুন
