বৃহস্পতিবার
০১ জানুয়ারি ২০২৬, ১৭ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
০১ জানুয়ারি ২০২৬, ১৭ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

পীরগঞ্জ থানায় এক বছরে ৮৬ টি অপমৃত্যুর মামলা, উদ্বেগজনক পরিস্থিতি

পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি
প্রকাশ : ৩১ ডিসেম্বর ২০২৫, ১০:০০ পিএম
পীরগঞ্জ থানা
expand
পীরগঞ্জ থানা

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ থানায় গত এক বছরে মোট ৮৬টি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। থানার রেকর্ড অনুযায়ী, এসব মামলার মধ্যে আত্মহত্যা, পানিতে ডুবে মৃত্যু, গলায় ফাঁস, বিষপানসহ বিভিন্ন ধরনের অস্বাভাবিক মৃত্যুর ঘটনা রয়েছে।

পীরগঞ্জ থানা ওসি মাজহারুল ইসলাম জানায়, অপমৃত্যুর অধিকাংশ ঘটনাই ঘটেছে পারিবারিক কলহ, মানসিক চাপ, দারিদ্র্য, সামাজিক সংকট ও অসচেতনতার কারণে। নিহতদের মধ্যে নারী, পুরুষের পাশাপাশি কিশোর-কিশোরীর সংখ্যাও উল্লেখযোগ্য, যা সমাজের জন্য উদ্বেগজনক বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদীন বাবুল বলেন, অপমৃত্যুর পেছনের প্রকৃত কারণ উদঘাটন এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা রোধে পরিবার ও সমাজকে আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। বিশেষ করে মানসিক স্বাস্থ্য বিষয়ে সচেতনতা বৃদ্ধি ও সময়মতো কাউন্সেলিং সেবা নিশ্চিত করার ওপর জোর দাবি জানান।

এ বিষয়ে পীরগঞ্জ থানার পুলিশ পরিদর্শক তদন্ত আব্দুল হাকিম জানান, প্রতিটি অপমৃত্যুর ঘটনা আইন অনুযায়ী তদন্ত করা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। পাশাপাশি এসব ঘটনা কমাতে সামাজিক সচেতনতা বৃদ্ধির উদ্যোগ নেওয়ার প্রয়োজনীয়তার কথাও জানান তিনি।

বিশেষজ্ঞদের মতে, অপমৃত্যু প্রতিরোধে প্রশাসনিক উদ্যোগের পাশাপাশি সামাজিক ও পারিবারিক বন্ধন জোরদার করা জরুরি। তা না হলে ভবিষ্যতে এমন ঘটনার সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তারা।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X