

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ঠাকুরগাঁও রাণীশংকৈল উপজেলায় ডাব পারতে গিয়ে নারকেল গাছ থেকে পড়ে রমজান আলী (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
সোমবার (২২ ডিসেম্বর) সকালে রাণীশংকৈল পৌর শহরের ভান্ডারা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পারিবারিক সূত্রে জানা যায়, রমজান আলী একজন ডাব ব্যবসায়ী।
তিনি মানুষের বাড়ী থেকে ডাব সংগ্রহ করে পরে বাজারে বিক্রি করতেন। সোমবার সকালে তিনি ডান্ডারা গ্রামের এক বাগান মালিকের কাছ থেকে ডাব কিনে তা পাড়ার জন্য গাছে উঠেন। হঠাৎ করেই তিনি গাছ থেকে ছিটকে মাটিতে পড়েন।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথেই তিনি মারা যান। রমজান আলীর বাড়ি উপজেলার লেহেম্বা ইউনিয়নের উমরাডাঙ্গী কাঠালতলী এলাকায়।
রানীশংকৈল থানার ওসি আমানুল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
মন্তব্য করুন
