শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

৩ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ স্বাভাবিক

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০২৫, ১১:১৮ পিএম
expand
৩ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ স্বাভাবিক

য় তিন ঘণ্টা বন্ধ থাকার পর ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে।

শনিবার (৬ সেপ্টেম্বর) বিকেল সোয়া ৬টার দিকে ইব্রাহিমাবাদ স্টেশনে বিকল হওয়া মালবাহী ট্রেনটি অন্য একটি ইঞ্জিন দিয়ে সরিয়ে নেওয়া হয়।

এর আগে বিকেল সাড়ে ৩টার দিকে টাঙ্গাইলের ভাবলা এলাকায় ট্রেনটির ইঞ্জিন বিকল হয়ে পড়লে উত্তরাঞ্চলের সঙ্গে ঢাকার রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। এতে বিভিন্ন স্টেশনে ট্রেন দাঁড়িয়ে পড়ায় হাজার হাজার যাত্রী চরম ভোগান্তিতে পড়েন।

টাঙ্গাইল রেলস্টেশনের মাস্টার নাজমুল হাসান জানান, ঘারিন্দা স্টেশন থেকে সেতুর পূর্ব প্রান্তে যাচ্ছিল মালবাহী ট্রেনটি। ইব্রাহিমাবাদ স্টেশনে আটকে থাকা লালমনিরহাট এক্সপ্রেসের ইঞ্জিন এনে বিকল ট্রেনটি সরানোর পর সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

ইব্রাহিমাবাদ স্টেশনের মাস্টার সোহেল রানা বলেন, “ইঞ্জিন বিকলের কারণে ইব্রাহিমাবাদসহ বিভিন্ন স্টেশনে চারটি ট্রেন আটকে ছিল। তবে এখন ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।”

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন