শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

এজেন্ট ব্যাংকিংয়ের নামে ২০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০২৫, ১১:০৬ পিএম
expand
এজেন্ট ব্যাংকিংয়ের নামে ২০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ

টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার পাথরাইলে ডাচ্‌বাংলা এজেন্ট ব্যাংকিংয়ের নাম ব্যবহার করে প্রায় ২০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে হানিফ সরকার নামের এক ব্যক্তির বিরুদ্ধে।

ভুক্তভোগীরা জানান, স্থানীয়রা ডাচ্‌বাংলা ব্যাংকে টাকা জমা দিয়েছেন ভেবে হিসাবরক্ষকদের কাছে অর্থ জমা রাখতেন। পরে হাতে ধরিয়ে দেওয়া হতো ‘আরকেবিএসএস’ নামে একটি এনজিওর পাসবই। হানিফ সরকার গ্রাহকদের প্রলুব্ধ করতে মাসে লাখে এক হাজার টাকা লাভ দেওয়ার প্রতিশ্রুতি দেন। কয়েক বছর নিয়মিত টাকা ফেরত দিয়ে আস্থা অর্জন করলেও পরে গ্রামবাসীর শত শত পরিবার থেকে প্রায় ২০ কোটি টাকা সংগ্রহ করে উধাও হয়ে যান তিনি।

২০২৪ সালের অক্টোবর থেকে হানিফ সরকারের খোঁজ পাওয়া যাচ্ছে না। তাঁর মোবাইল ফোনও বন্ধ। ব্যাংক কর্তৃপক্ষ চলতি বছরের শুরুতে ওই এজেন্ট শাখা বন্ধ করে দেয়।

ডাচ্‌বাংলা ব্যাংকের টাঙ্গাইল জোনাল ম্যানেজার মাহবুবুল আলম জানান, এজেন্ট হানিফের বিরুদ্ধে অভিযোগ ওঠায় শাখাটি বন্ধ করা হয়েছে। গ্রাহকরা যে পাসবই দেখাচ্ছেন তা ব্যাংকের নয়, বরং তাঁর এনজিওর। তাই এ অর্থের দায় ব্যাংক নেবে না।

ভুক্তভোগীরা বলেন, তারা বিশ্বাস করে এজেন্ট ব্যাংকে টাকা রেখেছিলেন। এখন সঞ্চয় হারিয়ে পথে বসার অবস্থা হয়েছে। অনেক পরিবার মানবেতর জীবনযাপন করছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন