

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


টাঙ্গাইলের নাগরপুরে কালভার্ট নির্মাণের পর এক বছর পেরিয়ে গেলেও সংযোগ সড়ক হয়নি। ফলে প্রতিদিন ঝুঁকি নিয়ে বাঁশের সাঁকো ধরে কালভার্টে ওঠানামা করছেন তিন ইউনিয়নের হাজারো মানুষ।
উপজেলার দপ্তিয়র ইউনিয়নের তেবাড়িয়া–দপ্তিয়র–কদিম কাটনা সড়কে নতুন কালভার্ট নির্মাণ হলেও অ্যাপ্রোচ সড়ক না থাকায় স্কুল-কলেজের শিক্ষার্থীসহ সাধারণ মানুষকে দুর্ভোগ পোহাতে হচ্ছে। যানবাহনও চলাচল করতে পারছে না।
স্থানীয়দের অভিযোগ, ঠিকাদারি প্রতিষ্ঠানের অবহেলার কারণে এ দুরবস্থা সৃষ্টি হয়েছে। সময়মতো কাজ শেষ না করায় উন্নয়ন প্রকল্পটি এখন জনদুর্ভোগে পরিণত হয়েছে।
এলজিইডি সূত্র জানায়, প্রায় দুই কোটি টাকার প্রকল্পে তিনটি কালভার্ট নির্মাণ করা হলেও সড়কের কাজ অসমাপ্ত রয়ে গেছে। বারবার তাগাদা দিয়েও কাজ শেষ করেনি ঠিকাদারি প্রতিষ্ঠান।
উপজেলা এলজিইডি কর্মকর্তারা জানিয়েছেন, প্রতিষ্ঠানটির বিরুদ্ধে ব্যবস্থা নিতে ইতোমধ্যে উর্ধ্বতন দপ্তরে চিঠি পাঠানো হয়েছে। দ্রুত অ্যাপ্রোচ সড়কের কাজ সম্পন্ন না হলে চুক্তি বাতিলের উদ্যোগ নেওয়া হবে।
 সর্বশেষ খবর পেতে  Google News ফিডটি অনুসরণ করুন
    
    
    সর্বশেষ খবর পেতে  Google News ফিডটি অনুসরণ করুন
    
মন্তব্য করুন
