

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


টাঙ্গাইলের কালিহাতীতে সড়ক দুর্ঘটনায় ২ নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন।
মঙ্গলবার (৭ অক্টোবর) বেলা আড়াই টায় টাঙ্গাইল-ময়মনসিংহ মহাড়কের বাংড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হচ্ছে, কালিহাতীর উপজেলার পাইকড়া ইউনিয়নের কোনাবাড়ী এলাকার জহের আলী (৪৫) ও সহদেবপুর ইউনিয়নের বানিয়াফৈর এলাকার মুক্তার আলী (৪২)।
আহতরা হচ্ছেন, বানিফৈর এলাকার করিমের ছেলে উজ্জল (৩০), ফজল (৫০), জয়নাল আবেদীনের ছেলে মফিজ (৪৫), মৃত খলিলের ছেলে সোলাইমানসহ (২২) অন্তত ১০ শ্রমিক আহত হয়েছে।
প্রত্যক্ষদর্শী নির্মাণ শ্রমিক কালাম মিয়া জানান, নির্মাণ শ্রমিকরা উপজেলার ঘুনি সালেঙ্গা এলাকায় ঢালাইয়ের কাজ শেষে পিকআপ ভ্যানযোগে এলেঙ্গার দিকে যাচ্ছিলেন। অপর দিকে একটি ট্রাক ঘটনাস্থলে আসলে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপে থাকা শ্রমিকরা সড়কে পড়ে যায়। এতে পিকআপের ডানপাশের শ্রমিকরা গুরুতর আহত হয়। এ সময় স্থানীয়রা অন্তত ১২ জন আহত অবস্থায় উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতাল ও টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ২ জনকে মৃত ঘোষণা করেন। এছাড়াও ২ জনের অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকায় পাঠানো হয়।
বিষয়টি নিশ্চিত করে টাঙ্গাইল হাসপাতালের পুলিশ বক্সের ইনচার্জ এএসআই আলমগীর হোসেন জানান, পুলিশ বলছে আইনী প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
 সর্বশেষ খবর পেতে  Google News ফিডটি অনুসরণ করুন
    
    
    সর্বশেষ খবর পেতে  Google News ফিডটি অনুসরণ করুন
    
মন্তব্য করুন
