শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

কালিহাতীতে ইসলামী আন্দোলনের নির্বাচনী প্রস্তুতি সভা

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২৫, ০১:৩৫ পিএম
কালিহাতীতে ইসলামী আন্দোলনের নির্বাচনী প্রস্তুতি সভায় দোয়ার আয়োজন করা হয়
expand
কালিহাতীতে ইসলামী আন্দোলনের নির্বাচনী প্রস্তুতি সভায় দোয়ার আয়োজন করা হয়

টাঙ্গাইলের কালিহাতীতে ইসলামী আন্দোলনের উদ্যোগে নির্বাচনী প্রস্তুতি সভার আয়োজন করা হয়েছে। মঙ্গলবার দুপুরে দলের মনোনয়ন প্রত্যাশী আলী আমজাদ হোসেনের নিজ বাড়িতে উক্ত সভার আয়োজন করা হয়।

উপজেলা ইসলামী আন্দোলনের সভাপতি মোজাম্মেল হোসেন লাভলুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জামিল আল মামুন এ সভাটি পরিচালনা করেন।

উপজেলা ইসলামী আন্দোলনে সহ-সভাপতি আলী আমজাদ হোসেন ইসলামী আন্দোলন টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনের মনোনয়ন প্রত্যাশী ।

এ সময় বক্তব্য রাখেন, মুজাহিদ কমিটির টাঙ্গাইল জেলা শাখার সহ-সভাপতি সুরুজ্জামান, ইসলামী আন্দোলনের এলেঙ্গা পৌর সভাপতি তোফাজ্জল হোসেন, নাগবাড়ী ইউনিয়ন সভাপতি আবু বকর, বীর বাসিন্দা ইউনিয়ন সভাপতি কবির হোসেন, দুর্গাপুর ইউনিয়ন সভাপতি আবু ইউসুফ, কোকডহরা ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম প্রমুখ।

বক্তারা সভায় টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনের মনোনয়ন প্রত্যাশী ও ইসলামী আন্দোলনের উপজেলা সহ-সভাপতি আলী আমজাদের মনোনয়ন নিশ্চিত ও বিজয়ী করতে একাত্মতা প্রকাশ করেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন