রবিবার
১৮ জানুয়ারি ২০২৬, ৫ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ
রবিবার
১৮ জানুয়ারি ২০২৬, ৫ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ

টাঙ্গাইলে শাশুড়ি হত্যা মামলায় মেয়ের জামাইয়ের যাবজ্জীবন

টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশ : ১৮ জানুয়ারি ২০২৬, ০২:৪৮ পিএম
চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত, টাঙ্গাইল
expand
চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত, টাঙ্গাইল

টাঙ্গাইলের মধুপুরে শাশুড়ি হত্যা মামলায় মেয়ের জামাই রেজাউর রহমান দুলুকে যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানার আদেশ দিয়েছেন আদালত।

রোববার (১৮ জানুয়ারি) দুপুরে টাঙ্গাইলের স্পেশাল জজ (জেলা ও দায়রা জজ) আদালতের বিচারক দিলারা আলো চন্দনা এ রায় ঘোষণা করেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট শাজাহান কবির জানান, ২০০৬ সালের ২৭ সেপ্টেম্বর স্ত্রী নুরুন্নাহারের সঙ্গে অভিমান ও পারিবারিক বিরোধের জেরে আসামী দুলু প্রথমে স্ত্রীকে হত্যার উদ্দেশে বাড়িতে যায়। সে সময় শাশুড়ি বাধা দিলে দেশীয় অস্ত্র দিয়ে নির্মমভাবে তাকে হত্যা করে।

পরে আহত অবস্থায় স্ত্রী নুরুন্নাহারকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অপরদিকে শাশুড়িকে মধুপুরের কালিয়াকৈর হাসপাতালে নেওয়া হলে কর্মরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

দীর্ঘ প্রায় ২০ বছর বিচারিক প্রক্রিয়া শেষে মামলার রায়ে বাদীপক্ষ সন্তোষ প্রকাশ করেছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X