বুধবার
১৪ জানুয়ারি ২০২৬, ১ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার
১৪ জানুয়ারি ২০২৬, ১ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ

ঘাটাইলে পুকুর থেকে যুবকের মরদেহ উদ্ধার 

ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ : ১৩ জানুয়ারি ২০২৬, ০৬:৩৭ পিএম
যুবকের মরদেহ উদ্ধার 
expand
যুবকের মরদেহ উদ্ধার 

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলা পরিষদের পুকুরে গোসল করতে নেমে হাসিদুল ইসলাম (৩৫) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরে উপজেলা পরিষদের পুকুরে এ ঘটনা ঘটে। নিহত হাসিদুল ইসলাম সুভার ভিটা গ্রামের বোদা থানার পঞ্চগড় জেলার বাদশা মিয়ার ছেলে বলে পুলিশ জানায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর আনুমানিক ১২টার দিকে এক ব্যক্তি পুকুরের সিঁড়ির কাছে নিজের ব্যাগ রেখে গোসল করতে নামেন। দীর্ঘ সময় খোঁজাখুঁজি পর বিষয়টি প্রশাসনকে জানানো হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে এসে উদ্ধার অভিযান চালায়। দীর্ঘ চেষ্টার পর ডুবুরি দল পুকুর থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ঘাটাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোকছেদুর রহমান জানান, ফায়ার সার্ভিস কর্তৃক উদ্ধারকৃত লাশটি পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন শেষে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X