বৃহস্পতিবার
১৫ জানুয়ারি ২০২৬, ২ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
১৫ জানুয়ারি ২০২৬, ২ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ

পুলিশ পরিচয়ে চাঁদাবাজি করতে এসে জেলহাজতে দুই যুবক

‎মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ : ১০ ডিসেম্বর ২০২৫, ০৬:৩৭ পিএম আপডেট : ১০ ডিসেম্বর ২০২৫, ০৭:০১ পিএম
আটক ভুয়া পুলিশ
expand
আটক ভুয়া পুলিশ

‎ভুয়া পুলিশ পরিচয়ে চাঁদাবাজি করতে এসে মির্জাপুরের গোড়াই এলাকায় জনতার তোপের মুখে পড়েন চাঁদপুর জেলার দুই যুবক।পড়ে স্থানীয়রা দেওহাটা পুলিশ ফাঁড়িতে খবর দিয়ে তাদের পুলিশের হাতে তুলে দেন।

‎মঙ্গলবার (৯ ডিসেম্বর) রাত আনুমানিক ৮ টার দিকে গোড়াই এলাকায় এই ঘটনা ঘটে।

‎ভুয়া পুলিশ সদস্যরা হলেন চাঁদপুর জেলার মতলব দক্ষিণ থানার উত্তর উদ্ধমধী এলাকার মো. সাব্বির হোসেন সাদিক (৩৮)। একই এলাকার মো. ইসমাইল মৃধার ছেলে। অপরজন হলেন একই উপজেলার শিলমন্দি এলাকার মো. মোস্তফা কামাল (৪৫)। সে একই এলাকার মৃত আব্দুল মান্নান মিয়ার ছেলে।

‎এই ঘটনায় মো. সরোয়ার সরদার (৩৭) বাদী হয়ে দুইজনকে আসামি করে মির্জাপুর থানায় একটি মামলা দায়ের করেছেন।

‎মামলার বাদি সরোয়ার সরদার বলেন,আমি গোড়াই এলাকায় থাকি। একটি গার্মেন্টসে চাকরি করি। এই দুইজন চাঁদপুর থেকে এসেছে আমার নিকট। ভুয়া কাগজ দেখিয়ে এসে বলতেছে আপনার নিকট আমরা ১৭ লক্ষ টাকা পাব। বিষয়টি আমি অস্বীকার করলে তারা আমার নিকট ১ লক্ষ টাকা দাবি করে। এই বিষয়টি তাৎক্ষণিক আমার পরিচিতরা জানলে তারা এসে এই দুই ভুয়া পুলিশকে থানায় সোপর্দ করে দেয়।

‎মামলার তদন্ত কর্মকর্তা এসআই দবির উদ্দিন বলেন, ভুয়া পুলিশ আটক করার খবর পেয়ে ঘটনাস্থলে থেকে দুইজনকে গ্রেফতার করে থানায় নিয়ে আসি।

‎মির্জাপুর থানার অফিসার ইনচার্জ মো. আবদুল্লাহ আল মামুন বলেন, দুইজন ভুয়া পুলিশকে গ্রেফতার করে আইনি প্রক্রিয়া শেষে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X