বৃহস্পতিবার
১৫ জানুয়ারি ২০২৬, ২ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
১৫ জানুয়ারি ২০২৬, ২ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ

খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল করলেন সুলতান সালাউদ্দিন টুকু

টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশ : ২৬ নভেম্বর ২০২৫, ০২:১৪ পিএম
খালেদা জিয়ার সুস্থতা কামনায় টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সাথে দোয়া মাহফিল
expand
খালেদা জিয়ার সুস্থতা কামনায় টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সাথে দোয়া মাহফিল

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সাথে দোয়া মাহফিল করেছেন টাঙ্গাইল সদর-৫ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু।

বুধবার দুপুরে টাঙ্গাইল সদর উপজেলার বাজিতপুরে জামিয়া আরাবিয়া মদিনাতুল উলুম মাদরাসায় এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে মাদরাসার এতিমখানার শতাধিক শিক্ষার্থী দোয়া অংশ নেয়।

এসময় সুলতান সালাউদ্দিন টুকু বলেন, খালেদা জিয়া দেশের গণতন্ত্র ও মানুষের অধিকার রক্ষার জন্য আজীবন সংগ্রাম করেছেন। তিনি দ্রুত সুস্থ হয়ে আবারও দেশের মানুষের পাশে দাঁড়ান এটাই আমাদের প্রার্থনা।

তিনি আরও বলেন, সংকটময় সময়ে দোয়া দরুদই মানুষের সবচেয়ে বড় শক্তি, আর এতিমদের দোয়া আল্লাহ তাআলা বিশেষভাবে কবুল করেন।

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জাহিদ হাসান মালা, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিভিন্ন নেতাকর্মী।

দোয়া পরিচালনা করেন মুফতি মাহমুদুল হাসান। মাহফিল শেষে এতিম শিক্ষার্থীদের মধ্যে তবারক বিতরণ করা হয়।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X