

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


সুনামগঞ্জ-২ (দিরাই–শাল্লা) আসনের রাজনীতি হঠাৎ উত্তপ্ত হয়ে উঠেছে জামায়াতে ইসলামীর প্রার্থী এডভোকেট শিশির মনিরের এক মন্তব্যকে ঘিরে।
দুর্গোৎসব উপলক্ষে পূজার্থীদের উদ্দেশে দেওয়া তাঁর শুভেচ্ছা বার্তার একটি অংশ সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে।
স্থানীয়ভাবে কেউ কেউ তাঁর বক্তব্যকে সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা হিসেবে দেখছেন, আবার অনেকে একে ‘ইসলামবিরোধী’ মন্তব্য হিসেবে সমালোচনা করছেন। ফলে বিএনপি ও জামায়াতের স্থানীয় নেতৃত্বের মধ্যে সূক্ষ্ম বিরোধও দেখা দিয়েছে বলে জানা গেছে।
গত সপ্তাহে সিলেট নগরের হাওলাদারপাড়ায় ‘ভাটি বাংলা পূজামণ্ডপে’ নবমী পূজার অনুষ্ঠানে শিশির মনির বলেন,
“আমরা ভাটি বাংলার মানুষ, একইভাবে খরা-বন্যার সঙ্গে লড়াই করি। একপাশে রোজা, অন্যপাশে পূজা—রোজা-পূজা মিলেই বাংলাদেশ।”
এই বক্তব্য ছড়িয়ে পড়তেই অনলাইনে শুরু হয় তীব্র বিতর্ক। কেউ একে ধর্মীয় সহনশীলতার প্রতীক বললেও, কেউ দাবি করেন তিনি ইসলামের ফরজ বিধানকে হালকাভাবে উল্লেখ করেছেন।
শনিবার “দিরাইয়ের সর্বস্তরের জনতা” ব্যানারে শহরে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ হয়। এতে বিএনপি ও জমিয়তে উলামায়ে ইসলামের নেতারাও অংশ নেন। বক্তারা শিশির মনিরের বিরুদ্ধে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ এনে তাঁর বিচারের দাবি জানান।
অন্যদিকে, জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর এডভোকেট শামছ উদ্দিন আহমদ বলেন, শিশির মনিরের বক্তব্যে কোনো ধর্ম অবমাননা হয়নি; বরং তিনি ভাটি বাংলার ঐতিহ্যবাহী সম্প্রীতির কথাই বলেছেন।
নিজের অবস্থান ব্যাখ্যা করে এক ভিডিও বার্তায় শিশির মনির বলেন, “আমি সব ধর্মের মানুষকে শ্রদ্ধা করি। আমার বক্তব্যের ভুল ব্যাখ্যা যেন কেউ না দেয়। আমি কেবল সম্প্রীতির বার্তা দিতে চেয়েছি।”
নির্বাচন ঘনিয়ে আসায় এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় নতুন রাজনৈতিক সমীকরণ তৈরি হচ্ছে বলে স্থানীয়রা মনে করছেন।
 সর্বশেষ খবর পেতে  Google News ফিডটি অনুসরণ করুন
    
    
    সর্বশেষ খবর পেতে  Google News ফিডটি অনুসরণ করুন
    
মন্তব্য করুন
 
 
                    