

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


সিরাজগঞ্জ-৪ আসনের বিএনপি মনোনীত প্রার্থী এম আকবর আলীকে, জামায়াতের সাথে প্রতিদ্বন্দ্বিতায় অকার্যকর দাবি করে তাকে পরিবর্তনের দাবিতে উল্লাপাড়ার বালসাবাড়িতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও লিফলেট বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার বিকেলে উপজেলার দুর্গানগর ইউনিয়ন বিএনপি ও সকল অঙ্গ সংগঠনের উদ্যোগে ঘন্টা ব্যাপী মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও লিফলেট বিতরণ কর্মসূচিতে দলের সর্বস্তরের নেতাকর্মী ও সমর্থকরা অংশ নেন।
এসময় সিরাজগঞ্জ জেলা বিএনপির সদস্য ইকরামুল ফয়সাল সিপলু, উল্লাপাড়া পৌর বিএনপির সাবেক আহবায়ক আব্দুর রাজ্জাক, দুর্গাপুর ইউনিয়ন বিএনপি'র সভাপতি, সাধারণ সম্পাদক সহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এ সময় বক্তারা বলেন, বিএনপির বর্তমান মনোনীত প্রার্থী আকবার আলীর কর্কট আচরণে গনমানুষের প্রত্যাশা পূরণে ব্যার্থ হয়েছে। তার বয়স ৯৫ বছরের ঊর্ধ্বে হওয়ায় কয়েক জনের সহযোগিতায় চলাচল করাতে হয়। এই শারীরিক অবস্থায় নির্বাচনী বৈতরণী পাড় করা তার জন্য দুঃসাধ্য ব্যাপার। মনোনীত হওয়ার পর থেকে তিনি দলীয় নেতাকর্মীদের সাথে উগ্র আচরণ করছেন। তার গঠনমূলক সমালোচনা করলে দলের নেতাকর্মীদের ভোটের দরকার নাই বলে উদ্ধত আচরণ করেন। এর আগে নির্বাচন করে তিনি জামানত বাজেয়াপ্ত হয়েছেন।
মন্তব্য করুন