সোমবার
০৩ নভেম্বর ২০২৫, ১৯ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
সোমবার
০৩ নভেম্বর ২০২৫, ১৯ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

সিরাজগঞ্জে কৃষকদের মাঝে নানা কর্মসূচি গ্রহণ করেছে বারটান

সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ০২ নভেম্বর ২০২৫, ০৫:১২ পিএম
সিরাজগঞ্জে কৃষকদের মাঝে নানা কর্মসুচি গ্রহন করেছে বারটান
expand
সিরাজগঞ্জে কৃষকদের মাঝে নানা কর্মসুচি গ্রহন করেছে বারটান

সিরাজগঞ্জে পুষ্টি গ্রাম ও ফলিতপুষ্টি বাড়াতে কৃষক ও কৃষানীদের মাঝে নানা কর্মসুচি গ্রহন করে দিন ব্যাপী পুষ্টি বিষয়ক আঞ্চলিক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বোরবার সকালে বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট ( বারটান) সিরাজগঞ্জ আঞ্চলিক কার্যালয়ে সম্মেলন কক্ষে এ কর্মসুচি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সিরাজগঞ্জ কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপপরিচালক এ, কে, এম, মনজুরে মাওলা সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত সভা উদ্বোধন করেন বারটান প্রধান কার্যালয়ে নির্বাহী পরিচালক ( অতিরিক্ত দায়িত্ব) রেহেনা আকতার।

আলোচনা সভা বক্তরা বলেন, প্রতিটি মানুষের দৈনিক পুষ্টির প্রয়োজন। আমরা সেই পুষ্টি পুরনের জন্য প্রতিটি বাড়ির আঙ্গীনায় ও ফসলি জমির পাশে পুষ্টিকর ফলদ বৃক্ষ রোপন করে দেশের পুষ্টির অভাব পুরন করতে পারি। এই পুষ্টি পুরনের জন্য সকল কৃষক ভাই ও প্রতিটি মানুষকে এগিয়ে আসতে হবে। তবেই আগামী প্রজন্ম পুষ্টি কর হবে।

এসময় আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত উপপরিচালক আনোয়ার সাদাত, সিরাজগঞ্জ ( বারটান) উর্ধতন প্রশিক্ষক মোরসালিন জেবীন তুরিন, সদর উপজেলা পরিবার পরিকল্পনার কর্মকর্তা ডা: শারমিন খন্দকার, উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা ডা. আমির হামজা সিনিয়র উপজেলা মত্স কর্মকর্তা খালেদ মোশাররফ, কাজীপুর উপজেলা কৃষি অফিসার শরিফুল ইসলাম সহ প্রমূখ।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন