

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


সিরাজগঞ্জে পুষ্টি গ্রাম ও ফলিতপুষ্টি বাড়াতে কৃষক ও কৃষানীদের মাঝে নানা কর্মসুচি গ্রহন করে দিন ব্যাপী পুষ্টি বিষয়ক আঞ্চলিক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বোরবার সকালে বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট ( বারটান) সিরাজগঞ্জ আঞ্চলিক কার্যালয়ে সম্মেলন কক্ষে এ কর্মসুচি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সিরাজগঞ্জ কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপপরিচালক এ, কে, এম, মনজুরে মাওলা সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত সভা উদ্বোধন করেন বারটান প্রধান কার্যালয়ে নির্বাহী পরিচালক ( অতিরিক্ত দায়িত্ব) রেহেনা আকতার।
আলোচনা সভা বক্তরা বলেন, প্রতিটি মানুষের দৈনিক পুষ্টির প্রয়োজন। আমরা সেই পুষ্টি পুরনের জন্য প্রতিটি বাড়ির আঙ্গীনায় ও ফসলি জমির পাশে পুষ্টিকর ফলদ বৃক্ষ রোপন করে দেশের পুষ্টির অভাব পুরন করতে পারি। এই পুষ্টি পুরনের জন্য সকল কৃষক ভাই ও প্রতিটি মানুষকে এগিয়ে আসতে হবে। তবেই আগামী প্রজন্ম পুষ্টি কর হবে।
এসময় আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত উপপরিচালক আনোয়ার সাদাত, সিরাজগঞ্জ ( বারটান) উর্ধতন প্রশিক্ষক মোরসালিন জেবীন তুরিন, সদর উপজেলা পরিবার পরিকল্পনার কর্মকর্তা ডা: শারমিন খন্দকার, উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা ডা. আমির হামজা সিনিয়র উপজেলা মত্স কর্মকর্তা খালেদ মোশাররফ, কাজীপুর উপজেলা কৃষি অফিসার শরিফুল ইসলাম সহ প্রমূখ।
মন্তব্য করুন