বৃহস্পতিবার
১৫ জানুয়ারি ২০২৬, ২ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
১৫ জানুয়ারি ২০২৬, ২ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ

রায়গঞ্জে পুকুর থেকে অজ্ঞাত শিশুর মরদেহ উদ্ধার 

তাড়াশ-রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ০১ ডিসেম্বর ২০২৫, ১২:৩৬ পিএম
পুকুর থেকে অজ্ঞাত এক শিশুর মরদেহ উদ্ধার
expand
পুকুর থেকে অজ্ঞাত এক শিশুর মরদেহ উদ্ধার

সিরাজগঞ্জের রায়গঞ্জে দেওভোগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের পুকুর থেকে অজ্ঞাত এক শিশুর মরদেহ উদ্ধার করেছে সলঙ্গা থানা পুলিশ।

সোমবার সকালে দেওভোগ বাজার-সংলগ্ন পুকুরে জেলেরা মাছ ধরার সময় জালে জড়িয়ে শিশুটির মরদেহ ভেসে উঠ‌ে।

খবর পেয়ে স্থানীয়রা ছুটে এসে পুলিশকে জানায়। পরে সলঙ্গা থানা পুলিশের একটি টিম ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে।

শিশুটির বয়স আনুমানিক ৮ থেকে ৯ বছর বলে ধারণা করা হচ্ছে। তার পরিচয় এখনো শনাক্ত করা যায়নি।

রায়গঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম বলেন, ঘটনাটি গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে। মৃত্যুর কারণ জানতে ময়নাতদন্ত প্রক্রিয়া চলছে।

সলঙ্গা থানার ওসি হুমায়ুন কবির জানান, শিশুটিকে অন্য কোথাও থেকে এনে ফেলা হয়ে থাকতে পারে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। মরদেহটি সিরাজগঞ্জ শহীদ এম মুনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তদন্তে পুলিশ একাধিক দিক বিবেচনায় নিচ্ছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X