

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


অনুষ্ঠানে ইউনিয়ন বিএনপির ২৪ জন নেতাকর্মী ও সমর্থককে জামায়াতের সহযোগী সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়নের জামায়াত মনোনীত চেয়ারম্যান প্রার্থী ফয়জুর রহমান ফিরোজ। তাঁর উপস্থিতিতেই ওই ২৪ জন আনুষ্ঠানিকভাবে জামায়াতে যোগদান করেন।
সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন জামায়াত সভাপতি খাদিমুল ইসলাম, সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মো. এরশাদ হোসেন। বিশেষ অতিথি ছিলেন নকলা পৌর জামায়াতের সহ-সভাপতি হুমায়ূন কবির, ইউনিয়ন জামায়াতের সহ-সভাপতি মো. সাইদুর রহমানসহ স্থানীয় জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
ফয়জুর রহমান ফিরোজ নবাগতদের অভিনন্দন জানিয়ে বলেন, “জামায়াতে যোগ দিয়ে আপনারা ইসলামী আদর্শের পথে পদক্ষেপ নিয়েছেন। শুধু যোগদান করলেই হবে না, ইসলামকে জীবনযাপনের প্রতিটি ক্ষেত্রে বাস্তবায়ন করতে হবে এবং ত্যাগী, আদর্শিক কর্মী হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে।”
যারা বিএনপি থেকে জামায়াতে যোগ দিয়েছেন তারা জানান, দেশের বর্তমান পরিস্থিতি, জামায়াতের নীতিমালা ও দেশপ্রেমমূলক কর্মকাণ্ডে অনুপ্রাণিত হয়ে তারা পরস্পরের পরামর্শক্রমে ও স্বতঃস্ফূর্তভাবে এই দলে যুক্ত হয়েছেন। তাদের মতে, জামায়াতের দূরদর্শী নেতৃত্ব দেশের কল্যাণে ইতিবাচক ভূমিকা রাখবে।
জামায়াতে ইসলামী নকলা উপজেলা আমীর গোলাম সারোয়ার বলেন, “যোগদানকারীরা কয়েক মাস ধরে আমাদের সঙ্গে যোগাযোগ রেখেছিলেন। তাদের হাতে জামায়াতের বিভিন্ন বই দেওয়া হয়েছিল। সবকিছু জেনে-বুঝেই তারা সহযোগী সদস্য হিসেবে যুক্ত হয়েছেন। পরবর্তীতে নিয়ম মেনে ধাপে ধাপে পূর্ণ সদস্য হওয়ার সুযোগ পাবেন।”
অন্যদিকে, নকলা উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক খোরশেদুর রহমান বলেন, “যারা চলে গেছেন তারা গুরুত্বপূর্ণ নেতা ছিলেন না। দলের নিয়মিত কার্যক্রমেও তাদের দেখা যেত না। এতে বিএনপির কোনো ক্ষতি হবে না। বিএনপি একটি বড় দল, এখানে কর্মী আসবে যাবে—এটাই স্বাভাবিক।”
 সর্বশেষ খবর পেতে  Google News ফিডটি অনুসরণ করুন
    
    
    সর্বশেষ খবর পেতে  Google News ফিডটি অনুসরণ করুন
    
মন্তব্য করুন
