শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

শ্রীবরদীতে স্ত্রীকে জীবিত কবর দেওয়ার চেষ্টার ভিডিও ভাইরাল, এলাকায় চাঞ্চল্য

এনপিবিনিউজ ডেস্ক
প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০২৫, ১০:৪৬ পিএম
অসুস্থ স্ত্রীকে জীবন্ত কবর দেওয়ার চেষ্টা করেন খলিলুর রহমান নামে এক ব্যক্তি
expand
অসুস্থ স্ত্রীকে জীবন্ত কবর দেওয়ার চেষ্টা করেন খলিলুর রহমান নামে এক ব্যক্তি

শেরপুরের শ্রীবরদী উপজেলার খোশালপুর কানিপাড়া এলাকায় অসুস্থ স্ত্রীকে বাড়ির উঠানে জীবন্ত কবর দেওয়ার চেষ্টা করেছেন এক বৃদ্ধ স্বামী। শুক্রবার (৮ আগস্ট) বিকেলের এই ঘটনাটি রাতেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং মুহূর্তেই ভাইরাল হয়ে পড়ে। এতে এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়।

স্থানীয়দের দেওয়া তথ্যে জানা যায়, খলিলুর রহমান (৮০) নামের ওই ব্যক্তি তার স্ত্রী খোরশেদা বেগমকে (৭০) দীর্ঘদিন ধরে সেবা করে আসছিলেন। প্রায় ছয়-সাত বছর ধরে শয্যাশায়ী খোরশেদা বেগম ঘটনার দিন বিছানায় মলত্যাগ করলে স্বামী খলিলুর রাগের বশে তাঁকে টেনে বাইরে নিয়ে গিয়ে কোদাল দিয়ে ছোট একটি গর্ত খুঁড়ে মাটি চাপা দেওয়ার চেষ্টা করেন। তাঁদের নাতি খোকন (১৯) ঘটনাটি ভিডিও করে ফেসবুকে পোস্ট করলে তা মুহূর্তেই ছড়িয়ে পড়ে।

এলাকার কয়েকজন জানান, বৃদ্ধ খলিলুর দীর্ঘদিন ধরে স্ত্রীকে যত্নসহকারে দেখাশোনা করছিলেন। তবে ক্ষণিকের উত্তেজনায় এমন কাজ করে তিনি বড় ভুল করেছেন।

ঘটনার বিষয়ে শ্রীবরদী থানার ওসি মো. আনোয়ার জাহিদ বলেন, খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। বৃদ্ধ বর্তমানে পলাতক আছেন। লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জাবের আহমেদ বলেন, “বৃদ্ধ দীর্ঘদিন ধরে স্ত্রীর সেবা করতে করতে শারীরিক ও মানসিকভাবে ক্লান্ত হয়ে পড়েছিলেন। রাগের বশে এই কাজ করেছেন। তাঁদের ছেলে-মেয়ে দেশের বাইরে থাকেন, দেখাশোনার কেউ নেই। কোনো মানবিক ব্যক্তি বা প্রতিষ্ঠান যদি তাঁদের জন্য বৃদ্ধাশ্রমের ব্যবস্থা করে, তবে তা ভালো সমাধান হতে পারে।”

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন