

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


শেরপুরের নালিতাবাড়ীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী নানা উদ্যোগের মধ্য দিয়ে পালিত হয়েছে। পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষার অংশ হিসেবে স্থানীয়ভাবে ফলদ বৃক্ষরোপণ এবং ইছামতি নদীতে মাছের পোনা অবমুক্ত করা হয়।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বিকেলে শেরপুর–২ (নকলা–নালিতাবাড়ী) আসনের সম্ভাব্য প্রার্থী, কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি ও শেরপুর জেলা বিএনপির সদস্য আবু সুফিয়ান মোহাম্মদ ফয়জুর রহমান ইছামতি নদীতে মাছের পোনা অবমুক্ত করেন। এরপর মরিচপুরান এলাকার সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ মাঠে ফলদ গাছের চারা রোপণ করেন তিনি।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে আবু সুফিয়ান বলেন, “পরিবেশের ভারসাম্য রক্ষা ও মৎস্য সম্পদ বাড়াতে এমন উদ্যোগ গুরুত্বপূর্ণ। বিএনপি সবসময় মানুষের কল্যাণে ইতিবাচক কাজকে গুরুত্ব দেয়।”
এ সময় উপস্থিত ছিলেন সাবেক উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এম এ মালেক, শহর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক বাবুল চৌধুরী, সামেদুল হক, শেখ মোহাম্মদ কাঞ্চন, উপজেলা কৃষকদলের আহ্বায়ক মুক্তার হোসেন, সদস্য সচিব সোহেল রানা বাচ্চু, শহর যুবদলের যুগ্ম আহ্বায়ক নাজমুল হাসান নয়ন, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির, আবু সুফিয়ান সানি সহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
 সর্বশেষ খবর পেতে  Google News ফিডটি অনুসরণ করুন
    
    
    সর্বশেষ খবর পেতে  Google News ফিডটি অনুসরণ করুন
    
মন্তব্য করুন
 
 
                    