শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

ঝিনাইগাতীতে জরাজীর্ণ সড়কে চরম দুর্ভোগ

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০২৫, ১০:৪০ পিএম
শেরপুরের ঝিনাইগাতী-ধানশাইল (আরএইচডি) সড়কের হযরত আলীর বাড়ি থেকে মোল্লাপাড়া কবরস্থান পর্যন্ত অংশ
expand
শেরপুরের ঝিনাইগাতী-ধানশাইল (আরএইচডি) সড়কের হযরত আলীর বাড়ি থেকে মোল্লাপাড়া কবরস্থান পর্যন্ত অংশ

শেরপুরের ঝিনাইগাতী-ধানশাইল (আরএইচডি) সড়কের হযরত আলীর বাড়ি থেকে মোল্লাপাড়া কবরস্থান পর্যন্ত অংশটি দীর্ঘদিন সংস্কার না হওয়ায় ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। রাস্তার পিচ উঠে গিয়ে তৈরি হয়েছে অসংখ্য ছোট-বড় গর্ত, খানাখন্দে ভরে গেছে পুরো পথ। এতে চলাচল কার্যত অসম্ভব হয়ে পড়েছে।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, যানবাহন তো দূরের কথা, হেঁটেও চলা কঠিন হয়ে যাচ্ছে। পথচারী, শিক্ষার্থী, রোগী—সবাইকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। সামান্য বৃষ্টিতেই রাস্তা কাদা-পানিতে ভরে যায়, দুর্ঘটনার ঝুঁকি আরও বেড়ে যায়।

এলজিইডি সূত্রে জানা গেছে, ৪৬০ মিটার দীর্ঘ ও ৩ মিটার প্রস্থের এই সড়কটি ঝিনাইগাতী-ধানশাইল (আরএইচডি) সড়ক সংলগ্ন হযরত আলীর বাড়ি থেকে ওয়ার্ল্ড ভিশন অফিস পর্যন্ত সরকারি তালিকাভুক্ত। ২০১২-১৩ অর্থবছরে সর্বশেষ এখানে কার্পেটিং করা হয়েছিল। এরপর থেকে কোনো বড় ধরনের সংস্কার হয়নি।

স্থানীয় শিক্ষক মো. শফিকুল ইসলাম বলেন, “বৃষ্টিতে রাস্তায় পানি জমে একাকার হয়ে যায়, যানবাহন চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে।” বীর মুক্তিযোদ্ধা মানিক মিয়া ক্ষোভ প্রকাশ করে বলেন, “বছরের পর বছর এই রাস্তা অবহেলায় পড়ে আছে।” ইউনিয়ন পরিষদের সদস্য জাহিদুল হক মনির জানান, “অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সড়কটি সংস্কারের জন্য বারবার দাবি জানানো হলেও এখনো কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।”

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন