

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


শেরপুর জেলার শ্রীবরদীতে পাচারের সময় একটি চালের গুদাম থেকে সরকারি সিলমারা ৩৮০ বস্তা চাল জব্দ করেছে উপজেলা প্রশাসন।
শনিবার দিবাগত রাত ১১টার দিকে পৌরসভার শেখদী এলাকায় মেসার্স রুহুল রাইস মিলের গুদামে এই অভিযান চালানো হয়।
স্থানীয় বাসিন্দারা জানান, গোপনে সরকারি চাল পাচারের সময় তারা একটি ট্রলিতে লোড করা অবস্থায় বস্তাগুলো দেখতে পান এবং সঙ্গে সঙ্গে প্রশাসনকে খবর দেন।
সংবাদ পেয়ে শ্রীবরদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. হাসিব-উল-আহসান এবং পুলিশের একটি দল সেখানে উপস্থিত হয়ে ট্রলিতে থাকা চাল আটক করে। এরপর গুদামে থাকা আরও চাল ও সরকারি সিলযুক্ত খালি বস্তাও জব্দ করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট তাৎক্ষণিকভাবে গুদামটি সিলগালা করেন।
সহকারী কমিশনার (ভূমি) স্থানীয়দের বরাতে জানান, দীর্ঘদিন ধরে একটি চক্র খাদ্য গুদাম ও ডিলারদের সঙ্গে মিলে সরকারি চাল পাচার করে আসছিল। স্থানীয় কিছু প্রভাবশালীর মদদে রাতের বেলায় এই কাজ চালানো হচ্ছিল বলে অভিযোগ পাওয়া গেছে।
স্থানীয়রা চাল পাচারের খবর আগেই পেয়েছিলেন এবং নজরদারিতে রেখেছিলেন বলে জানান সহকারী কমিশনার। ওই রাতেই তারা হাতে-নাতে ধরা চাল ও ট্রলি প্রশাসনের হাতে তুলে দেন। তবে চালবোঝাই গাড়িটি এবং এর চালক পালিয়ে যাওয়ায় আটক করা সম্ভব হয়নি।
এদিকে অভিযানের সময় আশপাশে থাকা কিছু অসাধু ব্যক্তি সুযোগ নিয়ে গুদামের পাশে মজুত প্রায় ৩০ বস্তা চাল নিয়ে যায় বলে অভিযোগ রয়েছে, যা নিয়ে এলাকায় ক্ষোভ দেখা দিয়েছে।
সহকারী কমিশনার হাসিব-উল-আহসান আরও জানান, চালের প্রকৃত মালিককে এখনো খুঁজে পাওয়া যায়নি এবং এই চাল কোনো সরকারি কর্মসূচির অংশ কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।
তবে বস্তাগুলোতে সরকারি সিল থাকায় বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। ইতোমধ্যে স্থানীয় খাদ্য কর্মকর্তাদের সঙ্গে আলোচনা হয়েছে এবং তারা বিষয়টি খতিয়ে দেখছেন। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।
 সর্বশেষ খবর পেতে  Google News ফিডটি অনুসরণ করুন
    
    
    সর্বশেষ খবর পেতে  Google News ফিডটি অনুসরণ করুন
    
মন্তব্য করুন
 
 
                    