শুক্রবার
৩০ জানুয়ারি ২০২৬, ১৭ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
৩০ জানুয়ারি ২০২৬, ১৭ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ

শেরপুরে ট্রাকভর্তি বিদেশি মদ জব্দ, আটক তিন

শেরপুর প্রতিনিধি
প্রকাশ : ২৪ জানুয়ারি ২০২৬, ০৪:১৯ পিএম
উদ্ধার করা বিদেশী মদ
expand
উদ্ধার করা বিদেশী মদ

শেরপুরে ট্রাকভর্তি ৫০টি বস্তায় ১৩০১ বোতল বিদেশি মদসহ তিন মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-১৪।

শনিবার (২৪ জানুয়ারি) দুপুরে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানায় র‌্যাব। এর আগে, গেল রাতে সদরের নন্দীর বাজার এলাকায় অভিযান চালিয়ে এসব জব্দ ও আটক করা হয়।

আটককৃতরা হলেন- ঝিনাইগাতী উপজেলার থানা রোড এলাকার বাসিন্দা মোশারফ হোসেনের ছেলে মিনাল মিয়া (৩২), জাকির হোসেনের ছেলে রিয়াদ হোসেন (২৮) ও আব্দুল কুদ্দুসের ছেলে নুরুল আমিন (৩৪)।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি আভিযানিক দল শেরপুর-বকশীগঞ্জ সড়কের মোকছেদপুর নয়াপাড়া এলাকার নন্দীর বাজারে বিশেষ চেকপোস্ট বসায়। এসময় সন্দেহভাজন একটি ট্রাককে থামার সংকেত দিলে ট্রাকের ভেতরে থাকা ব্যক্তিরা পালানোর চেষ্টা করে। পরে র‌্যাবের সদস্যরা তাদের ধাওয়া দিয়ে ওই তিন কারবারিকে আটক করে। এরপর তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে ট্রাকে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা আমদানি নিষিদ্ধ ৫০টি বস্তায় ১৩০১ বোতল বিদেশি মদ জব্দ করা হয়। উদ্ধারকৃত মদের আনুমানিক বাজার মূল্য প্রায় ৭০ লাখ টাকা।

র‌্যাব-১৪, সিপিসি-১ জামালপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর আসিফ আল-রাজেক বলেন, ভারত থেকে সীমান্ত দিয়ে চোরাইপথে আনা এসব মাদক দেশের বিভিন্নস্থানে বিক্রি করে আসছে একটি চক্র। গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে মদসহ তাদের আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। একইসাথে ঘটনার সাথে মূলহোতাদের ধরতে অভিযান চলছে বলে জানান তিনি।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X