শুক্রবার
০৯ জানুয়ারি ২০২৬, ২৫ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
০৯ জানুয়ারি ২০২৬, ২৫ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

শেরপুরে বন্যহাতির পায়ে পিষ্ট হয়ে কৃষক নিহত

শেরপুর প্রতিনিধি
প্রকাশ : ০৭ জানুয়ারি ২০২৬, ০৪:৪১ পিএম
বন্যহাতি
expand
বন্যহাতি

শেরপুরের শ্রীবরদীতে বন্যহাতির পায়ে পিষ্ট হয়ে এক কৃষক নিহত হয়েছেন। বুধবার (৭ জানুয়ারি) দুপুরে উপজেলার সীমান্তবর্তী রানীশিমুল ইউনিয়নের ছোট বালিজুড়ি পাহাড়ে এ ঘটনা ঘটে।

নিহত কৃষক আহমেদ আলী ওরফে বাটালু (৬৫)। তিনি উপজেলার মালাকোচা এলাকার মৃত কানাইশেখের ছেলে।

বনবিভাগ জানায়, বালিজুরী সদর বিটে ছোট বালিজুড়ি এলাকায় গত ক'দিন ধরে ৩৫-৩৫টি বন্যহাতির একটি দল অবস্থান নেয়। আজ সকালে আহমেদ আলীসহ আরও ২/৩জন লাকড়ি কুড়াতে কুড়াতে সংরক্ষিত বনভূমিতে যায়। একপর্যায়ে বনের ভেতরে থাকা হাতির দল আহমেদ আলীকে পিষ্ট করে। এসময় অন্যরা পালিয়ে যায়। পরে খবর পেয়ে বনবিভাগ ও স্থানীয়রা তাকে উদ্ধার করে শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ময়মনসিংহ বনবিভাগের বালিজুড়ি রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা মো. সুমন মিয়া বলেন, হাতির আক্রমণে কোনো ব্যক্তি মারা গেলে বা কৃষকের ফসল নষ্ট হলে সেক্ষেত্রে বাংলাদেশ বনবিভাগ কর্তৃক ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেওয়া হয়।

শ্রীবরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনীষা আহমেদ বলেন, হাতির আক্রমণে একজনের মৃত্যু হয়েছে। নিহতের পরিবারের আবেদনের প্রেক্ষিতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সহায়তা প্রদান করা হবে।

উল্লেখ্য, গত ১৫ ডিসেম্বর বালিজুড়ির সোনাঝুড়ি পাহাড়ে বন্যহাতির ভিডিও করতে গিয়ে হাতির আক্রমণে ফারুক হোসেন নামে এক কনটেন্ট ক্রিয়েটর মারা যান।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X