শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

শরীয়তপুরে প্লাস্টিকের বোতলে তৈরি হচ্ছে দৃষ্টিনন্দন বাড়ি

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৫৭ এএম
expand
শরীয়তপুরে প্লাস্টিকের বোতলে তৈরি হচ্ছে দৃষ্টিনন্দন বাড়ি

শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার কুচাইপট্টি ইউনিয়নের প্রত্যন্ত গ্রাম চরমাইঝাড়িতে পরিত্যক্ত প্লাস্টিকের বোতল দিয়ে নির্মাণ করা হচ্ছে এক অনন্য বাড়ি। চার কক্ষবিশিষ্ট এই বাড়িটি নির্মাণ করছেন স্থানীয় মুদি দোকানি ঈমান ঢালী। রঙিন বোতল দিয়ে গাঁথা দেয়াল ইতোমধ্যে এলাকাবাসীর নজর কেড়েছে।

প্রতিদিনই দূর-দূরান্ত থেকে মানুষ বাড়িটি দেখতে আসছেন। অনেকেই মনে করছেন, প্লাস্টিকের ক্ষতিকর প্রভাব রোধে এই উদ্যোগ পরিবেশের জন্য ইতিবাচক দৃষ্টান্ত হয়ে দাঁড়াবে।

ঈমান ঢালী জানান, ইউটিউবে বোতল দিয়ে তৈরি বাড়ির ভিডিও দেখে তিনি অনুপ্রাণিত হন। এরপর প্রায় এক বছর ধরে স্থানীয় বাজার থেকে পরিত্যক্ত বোতল সংগ্রহ করেন। দুই মাস আগে স্থানীয় রাজমিস্ত্রি ইব্রাহিমের সহযোগিতায় শুরু হয় নির্মাণ কাজ। তাঁর ধারণা, পুরো বাড়িটি সম্পন্ন করতে প্রায় এক লাখ বোতল প্রয়োজন হবে।

মিস্ত্রি ইব্রাহিম বলেন, ইটের বদলে বোতল ও সিমেন্ট ব্যবহার করে দেয়াল তৈরি করায় কাজটি বেশ মজবুত হচ্ছে। এটি তার জীবনের প্রথম অভিজ্ঞতা হলেও ভবিষ্যতে ভালো কিছু হবে বলে তিনি আশাবাদী।

স্থানীয়রা বলছেন, পরিবেশের জন্য ক্ষতিকর বোতল দিয়ে বাড়ি তৈরি হওয়ায় বিষয়টি সবার কাছে আকর্ষণীয় মনে হচ্ছে। ইতোমধ্যে এ নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা চলছে।

পরিবেশ অধিদপ্তর শরীয়তপুরের সহকারী পরিচালক মো. রাসেল নোমান জানান, এ ধরনের উদ্যোগ অবশ্যই পরিবেশবান্ধব। তবে এটি দীর্ঘস্থায়ী কতটা হবে, তা এখনই বলা সম্ভব নয়।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন