

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


শরীয়তপুরের নড়িয়া পৌরসভায় ১১ বছরের এক মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে মাদ্রাসার শিক্ষক আশিকুর রহমানকে (২৬) গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছে পুলিশ। গ্রেপ্তারকৃত আশিকুর রহমান নড়িয়া পৌরসভার পাইকপাড়া গ্রামের গিয়াস উদ্দিন বেপারীর ছেলে।
রোববার (৩১ আগস্ট) সকালে অভিযুক্ত আশিকুর রহমানকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
এর আগে শনিবার রাতে পুলিশ নড়িয়া বাজার থেকে তাকে গ্রেপ্তার করে।
পুলিশ ও মামলার এজাহার সুত্রে জানা যায়, গত শুক্রবার (২৯ আগস্ট) বিকেলে অভিযুক্ত শিক্ষক কৌশলে তার শয়নকক্ষে ছাত্রীকে ডেকে নেয়। পরে তাকে ধর্ষণের চেষ্টা করে। এ সময় ওই ছাত্রী আশিকুরকে কামড় দিয়ে দৌঁড়ে পালিয়ে যায়। ঘটনার পর থেকে অভিযুক্ত পলাতক ছিলেন। এ বিষয়ে শনিবার ভুক্তভোগী ছাত্রীর নানা বাদী হয়ে নড়িয়া থানায় একটি মামলা দায়ের করেন। মামলার পর নড়িয়া বাজার এলাকা থেকে শিক্ষক আশিকুর রহমানকে গ্রেপ্তার করে পুলিশ।
ভুক্তভোগী ছাত্রীর নানা বলেন, এই শিক্ষক আমার নাতনিকে ধর্ষণের চেষ্টা করেছে। আমার নাতনি কৌশলে তার হাত থেকে রক্ষা পেয়েছে। আমরা বিষয়টি অন্যদের জানালে বিভিন্নভাবে আমাদের হুমকি দেওয়া হচ্ছিল। আমরা এ ঘটনার বিচার চাই, যাতে ভবিষ্যতে আর কোনো ছাত্রী এমন ঘটনার শিকার না হয়।
নড়িয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম উদ্দিন মোল্লা বলেন, এক ছাত্রীকে ধর্ষণ চেষ্টা ও শ্লীলতাহানির মামলায় মাদরাসার শিক্ষক আশিকুর রহমানকে শনিবার রাতে গ্রেপ্তার করা হয়েছে। আজ রোববার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
 সর্বশেষ খবর পেতে  Google News ফিডটি অনুসরণ করুন
    
    
    সর্বশেষ খবর পেতে  Google News ফিডটি অনুসরণ করুন
    
মন্তব্য করুন
