

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় জান্নাত নামে ৩ বছরের একটি শিশুকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহতরা হলেন— উত্তর তারাবুনিয়া ইউনিয়নের মাদবরকান্দি আশ্রয়ণ প্রকল্প এলাকার বাদল সরকারের ছেলে ইমন হোসেন (৫) এবং শাহ-আলম বেপারীর ছেলে তাওহিদ ইসলাম (৫)।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার সখীপুর থানার উত্তর তারাবুনিয়া ইউনিয়নের মাদবরকান্দি গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, তিন শিশু দুপুরে বাড়ির পাশে খেলছিল। একপর্যায়ে তারা পাশের পুকুরে গোসল করতে নামে। এরপর নিখোঁজ হলে খোঁজাখুঁজির সময় প্রথমে একজনের মরদেহ ভেসে ওঠে। পরে গ্রামবাসীরা নেমে আরও একজনকে মৃত অবস্থায় উদ্ধার করে। একই সময় জান্নাতকে জীবিত অবস্থায় পাওয়া যায় এবং দ্রুত হাসপাতালে নেওয়া হয়।
স্থানীয় আবুল হোসেন জানান, দুই শিশু নিখোঁজ হওয়ার পর হঠাৎ পানিতে কিছু ভাসতে দেখে গ্রামের লোকজন। পরে নামতে গিয়ে দুজনকে মৃত অবস্থায় পাওয়া যায়। তবে জান্নাতকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে।
সখিপুর থানার ওসি মো. ওবায়দুল হক বলেন, পরিবারের অসাবধানতার কারণে বাড়ির পাশের পুকুরে পড়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। পুলিশ ঘটনাস্থলে গেছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহগুলো স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
 সর্বশেষ খবর পেতে  Google News ফিডটি অনুসরণ করুন
    
    
    সর্বশেষ খবর পেতে  Google News ফিডটি অনুসরণ করুন
    
মন্তব্য করুন
 
 
                    