শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

শরীয়তপুরে যুব মহিলা লীগের নেত্রী গ্রেপ্তার

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৬ অক্টোবর ২০২৫, ০৯:১৮ পিএম
শরীয়তপুরে যুব মহিলা লীগের নেত্রী গ্রেপ্তার
expand
শরীয়তপুরে যুব মহিলা লীগের নেত্রী গ্রেপ্তার

শরীয়তপুরের নড়িয়া উপজেলায় যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক জুলিয়া হাসান পারুলকে সোমবার (৬ অক্টোবর ) ভোর রাতে পুলিশ গ্রেপ্তার করেছে। তার বিরুদ্ধে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ থাকায় গোপনে সংগঠন পুনর্গঠনের চেষ্টা, অনলাইনে প্রচারণা এবং হরতালে সহিংসতায় সম্পৃক্ত থাকার অভিযোগ রয়েছে।

নড়িয়া থানার পুলিশ জানায়, পারুলকে তার নিজ বাড়ি ফতেজঙ্গপুর ইউনিয়নের মির্জাপুর গ্রাম থেকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গত ২০ জুলাই আওয়ামী লীগের ডাকা হরতালের সময় নড়িয়ার মাঝিরহাট এলাকায় ঢাকা-শরীয়তপুর মহাসড়কে অবরোধ সৃষ্টি করে গাছ পোড়ানোর ঘটনায় তার সরাসরি সম্পৃক্ততার অভিযোগ রয়েছে।

নড়িয়া থানার ওসি আসলাম উদ্দিন জানিয়েছেন, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে পারুলকে গ্রেপ্তার করা হয়েছে এবং আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন