বৃহস্পতিবার
১৫ জানুয়ারি ২০২৬, ২ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
১৫ জানুয়ারি ২০২৬, ২ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ

সাতক্ষীরায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ : ১০ নভেম্বর ২০২৫, ০৫:২৬ পিএম
মোটরসাইকেল আরোহী নিহত
expand
মোটরসাইকেল আরোহী নিহত

সাতক্ষীরা–যশোর সড়কের তুজুলপুর এলাকায় ট্রাকের ধাক্কায় আব্দুল আলিম (৩৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

সোমবার (১০ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে তুজুলপুরের উত্তর পাশে নজরুল ইসলাম নামের এক ব্যবসায়ীর সার ও কীটনাশক দোকানের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আলিম সাতক্ষীরার কলারোয়া উপজেলার ব্রজবাকসা গ্রামের মো. রেজাউল ইসলামের ছেলে।

সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শামিনুল হক জানান, আব্দুল আলিম সাতক্ষীরা শহর থেকে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের ধাক্কায় তিনি ঘটনাস্থলেই মারা যান।

তিনি আরও জানান, নিহতের মরদেহ উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনাসংক্রান্ত আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X