শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

তিন দিনেও সন্ধান মেলেনি সাতক্ষীরার নিখোঁজ স্কুলছাত্রী খাদিজার 

সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ : ০৮ অক্টোবর ২০২৫, ০৯:৪৮ পিএম
নিখোঁজ ছাত্রী খাদিজা খাতুন
expand
নিখোঁজ ছাত্রী খাদিজা খাতুন

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার পিডিকে বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্রী খাদিজা খাতুন (১২) নিখোঁজ হওয়ার তিন দিন পার হলেও তার কোনো খোঁজ মেলেনি। ঘটনায় পরিবারের সদস্যদের পাশাপাশি স্থানীয়দের মধ্যেও চরম উদ্বেগ বিরাজ করছে।

খাদিজার বাবা জাহাঙ্গীর আলম জানান, গত ৬ অক্টোবর সকাল ৭টার দিকে প্রতিদিনের মতোই মেয়েটি বিদ্যালয়ে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয়। সাধারণত দুপুর ২টার দিকে বাড়ি ফেরে, কিন্তু সেদিন আর ফেরেনি। খোঁজাখুঁজির পরও পরিবারের কেউ তার কোনো সন্ধান পাননি।

জাহাঙ্গীর আলমের অভিযোগ, সম্প্রতি এক অজ্ঞাত ব্যক্তি তার মোবাইল ফোনে একাধিকবার কল করলেও কথা বলেনি। এতে তার সন্দেহ, ওই ব্যক্তি মেয়েকে অপহরণ করে থাকতে পারে।

পরিবার সূত্রে জানা গেছে, কালিগঞ্জ উপজেলার খুব্দিপুর গ্রামের এই ছাত্রী পড়াশোনায় মনোযোগী ও শান্ত স্বভাবের ছিল। নিয়মিতভাবে বিদ্যালয়ে যেত।

খাদিজার বাবা বলেন, আমার মেয়েকে কোথাও খুঁজে পাচ্ছি না। এখন শুধু দোয়া করছি, যেন সে সুস্থভাবে ফিরে আসে। পরে তিনি জানতে পারেন, শ্যামনগর উপজেলার পশ্চিম কৈখালী গ্রামের কাদের বাবলের ছেলে মিজান বাবলে তার মেয়েকে অপহরণ করেছে বলে সন্দেহ করছেন তিনি। এ বিষয়ে থানায় বিষয়টি লিখিতভাবে জানিয়েছেন।

কালিগঞ্জ থানার ওসি (তদন্ত) হারুন অর রশিদ মৃধা বলেন, অভিযোগ পেয়েছি। আমরা বিষয়টি তদন্ত করছি, প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

তিন দিন পার হলেও খাদিজার কোনো সন্ধান না পাওয়ায় তার পরিবার এখন চরম উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন। এলাকাবাসী দ্রুত শিশুটিকে উদ্ধার করার দাবি জানিয়েছেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন