বৃহস্পতিবার
১৫ জানুয়ারি ২০২৬, ২ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
১৫ জানুয়ারি ২০২৬, ২ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ

চাঁদাবাজি করলে টাকা ফেরত দিতে বাধ্য করব: বিএনপি নেতা

সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ : ১০ ডিসেম্বর ২০২৫, ১১:৩৯ এএম
কাজী মো. আলাউদ্দীন
expand
কাজী মো. আলাউদ্দীন

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাতক্ষীরা–৩ (আশাশুনি–কালীগঞ্জ) আসনে ধানের শীষের প্রার্থী সাবেক সাংসদ কাজী মো. আলাউদ্দীন বলেছেন, ৫ আগস্টের পর তাঁর নামে কোনো অভিযোগ নেই। এ সময় বিএনপির নাম ভাঙিয়ে কেউ চাঁদাবাজি করলে তাদের সেই টাকা ফেরত দিতে বাধ্য করা হবে।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) রাত সাড়ে ৮টায় উভাকুড় হরিমন্দির প্রাঙ্গণে আয়োজিত উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

কাজী আলাউদ্দীন বলেন, জুলাই আন্দোলনে ৩ আগস্ট আমি নেতৃত্ব দিয়েছি, ৫ আগস্ট বিজয়ের মিছিল করেছি। ৫ আগস্টের পর আমার গায়ে সামান্যতম কোনো কেলেম বা কালির দাগ নেই। যদি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নাম করে কেউ আমার হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান ভাই–বোনের কাছ থেকে এক টাকাও চাঁদা নিয়ে থাকে, তারা তা ফেরত দেবে—আমি ফেরত নিয়েই ছাড়ব, ইনশাআল্লাহ।

বৈঠকে সাবেক সাংসদ তাঁর আগের মেয়াদে বাস্তবায়িত উন্নয়ন কর্মকাণ্ডের কথা তুলে ধরেন। তিনি আসন্ন নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করতে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

উঠান বৈঠকে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কালিগঞ্জ উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক শেখ এবাদুল ইসলাম শান্ত, মৌতলা মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক অশোক কুমার রায়, সাবেক শিক্ষক তারকনাথ, মৌতলা ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য দুলাল চন্দ্র ঘোষ, সভায় সভাপতিত্ব করেন কমিটির সভাপতি উদ্বব মন্ডল।

উঠান বৈঠকে উপস্থিত স্থানীয় নেতাকর্মী ও সমর্থকেরা বিএনপি মনোনীত প্রার্থী কাজী আলাউদ্দীনকে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার অঙ্গীকার করেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X