শুক্রবার
৩০ জানুয়ারি ২০২৬, ১৭ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
৩০ জানুয়ারি ২০২৬, ১৭ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ

রংপুরের ৬টি আসনে প্রতীক বরাদ্দ: প্রতিদ্বন্দ্বীতা করবেন ৪৪ জন

রংপুর প্রতিনিধি
প্রকাশ : ২১ জানুয়ারি ২০২৬, ০৯:১৭ পিএম
৪৫ প্রার্থীর হাতে বরাদ্দকৃত প্রতীক তুলে দেন জেলা রিটার্নিং কর্মকর্তা এনামুল আহসান
expand
৪৫ প্রার্থীর হাতে বরাদ্দকৃত প্রতীক তুলে দেন জেলা রিটার্নিং কর্মকর্তা এনামুল আহসান

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর জেলার ছয়টি সংসদীয় আসনে বিভিন্ন রাজনৈতিক দল মনোনীত ও স্বতন্ত্র প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ সম্পন্ন হয়েছে। চুড়ান্ত প্রার্থী তালিকায় ৬টি আসনে প্রতীক পেয়েছেন ৪৪ জন।

বুধবার (২১ জানুয়ারি) সকাল থেকে রংপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে ৪৫ প্রার্থীর হাতে বরাদ্দকৃত প্রতীক তুলে দেন জেলা রিটার্নিং কর্মকর্তা এনামুল আহসান।

শুরুতেই তিস্তা তীরবর্তী এলাকা রংপুর-১ গঙ্গাচড়া আসনের প্রতীক বরাদ্দ দেয়া হয় । পরে একে একে জেলার ছয়টি সংসদীয় আসনে উৎসবমুখর পরিবেশে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়। দলীয় প্রতীক ছাড়াও স্বতন্ত্র প্রার্থীদের মাঝে তাদের পছন্দের ও নির্বাচন কমিশনের বরাদ্দকৃত প্রতীক দেয়া হয়।

এসময় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), জামায়াতে ইসলামী , জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), ইসলামী আন্দোলন বাংলাদেশ, জাতীয় পার্টি ও বিভিন্ন রাজনৈতিক দল এবং স্বতন্ত্র প্রার্থীরা জেলারি রিটার্নিং কার্যালয়ে ভিড় করেন। প্রতীক বরাদ্দের পর উৎসব মুখর পরিবেশে সৃষ্টি হয় জেলা প্রশাসন কার্যালয়ের মূলফটকে। এই নির্বাচনে প্রার্থীরা নির্বাচন কমিশনের সমান আইনি অধিকার নিশ্চিতের দাবী তুলেন।

নির্তবাচন কমিশনের তফসিল অনুযায়ী, আগামী ২২ জানুয়ারি থেকে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের প্রচার-প্রচারণা শুরু হবে এবং ভোট গ্রহণ শুরু হওয়ার ৪৮ ঘণ্টা পূর্ব পর্যন্ত এই প্রচারণা চালানো যাবে।

আগামী ১২ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ব্যালট পেপারের মাধ্যমে স্বচ্ছ ব্যালট বাক্সে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোট গ্রহণ সম্পন্ন হবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X