

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


রাঙামাটির কাপ্তাইয়ে নৌবাহিনী সড়কে এক বন্য হাতির হঠাৎ আক্রমণে সিএনজিচালিত অটোরিকশার ব্যাপক ক্ষতি হয়েছে। শুক্রবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ৫১ সেকেন্ডের একটি ভিডিওতে দেখা যায়, বিশালদেহী হাতি শুঁড় দিয়ে অটোরিকশাটিকে বারবার কাতিয়ে ফেলে। কয়েক মিনিট ‘খেলনা’র মতো আচরণ করার পর হাতিটি আবার জঙ্গলের ভেতরে ফিরে যায়।
অটোরিকশার ভেতরে চালক থাকলেও আক্রমণের আশঙ্কায় তিনি দ্রুত বের হয়ে আসেন। ফলে প্রাণঘাতী কোনো দুর্ঘটনা ঘটেনি।
কাপ্তাই বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা ওমর ফারুক বলেন, অটোরিকশার ইঞ্জিনসহ গুরুত্বপূর্ণ অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত চালককে ক্ষতিপূরণের জন্য আবেদন করতে বলা হয়েছে। শর্ত পূরণ হলে সরকারি সহায়তা দেওয়া হবে বলেও জানান তিনি।
 সর্বশেষ খবর পেতে  Google News ফিডটি অনুসরণ করুন
    
    
    সর্বশেষ খবর পেতে  Google News ফিডটি অনুসরণ করুন
    
মন্তব্য করুন
 
 
                    