বৃহস্পতিবার
১৫ জানুয়ারি ২০২৬, ২ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
১৫ জানুয়ারি ২০২৬, ২ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ

গুইমারায় বজ্রপাতে প্রাণ গেল বৃদ্ধার

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২৫, ১০:৩৭ এএম
বজ্রাঘাতে বিবত্রন চাকমা (৬৮) নামে এক প্রবীণ ব্যক্তির মৃত্যু হয়েছে
expand
বজ্রাঘাতে বিবত্রন চাকমা (৬৮) নামে এক প্রবীণ ব্যক্তির মৃত্যু হয়েছে

খাগড়াছড়ির গুইমারা উপজেলায় বজ্রাঘাতে বিবত্রন চাকমা (৬৮) নামে এক প্রবীণ ব্যক্তির মৃত্যু হয়েছে।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৫টার দিকে বাইল্যাছড়ি এলাকার ১ নম্বর রাবার বাগানে এ ঘটনা ঘটে।

নিহত বিবত্রন চাকমা ওই এলাকার মৃত হেমেন্দ্র চাকমার ছেলে। স্থানীয়দের ভাষ্যমতে, বিকেলে বজ্রসহ বৃষ্টি শুরু হলে তিনি ঘরের বাইরে থেকে দৌড়ে ভেতরে ঢুকছিলেন। ঠিক সেই সময় বজ্রপাত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক চৌধুরী জানিয়েছেন, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X