শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

রাঙামাটিতে সেনাবাহিনীর অভিযানে ইউপিডিএফ সদস্য আটক

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১২ অক্টোবর ২০২৫, ০২:২০ পিএম
অস্ত্র ও গুলি সহ ইউপিডিএফ-এর একজন পোস্ট কমান্ডার ও তার একজন সহযোগী
expand
অস্ত্র ও গুলি সহ ইউপিডিএফ-এর একজন পোস্ট কমান্ডার ও তার একজন সহযোগী

রাঙামাটি জেলার বগাছড়ি এলাকায় সেনাবাহিনীর পরিচালিত এক অভিযানে অস্ত্র ও গুলি সহ ইউপিডিএফ-এর একজন পোস্ট কমান্ডার ও তার একজন সহযোগীকে আটক করা হয়েছে।

রোববার (১২ অক্টোবর) দুপুরে বাংলাদেশ সেনাবাহিনীর অফিসিয়াল ফেসবুক পেজে এ তথ্য প্রকাশ করা হয়।

পোস্টে উল্লেখ করা হয়, গতকাল শনিবার (১১ অক্টোবর) দুপুরে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাঙামাটির বগাছড়িতে একটি বিশেষ তল্লাশি চৌকি স্থাপন করে সেনাবাহিনীর সদস্যরা অভিযান পরিচালনা করেন।

অভিযান চলাকালে সেনা সদস্যদের উপস্থিতি বুঝতে পেরে একটি মোটরসাইকেলে আসা দুই ব্যক্তি প্রায় ১৫০ মিটার দূরে মোটরসাইকেল থামিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। তবে দ্রুত প্রতিক্রিয়া দেখিয়ে সেনাবাহিনী তাদের দুজনকেই মোটরসাইকেলসহ আটক করতে সক্ষম হয়।

পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদ এবং পূর্বে সংগৃহীত চিত্রের ভিত্তিতে আটককৃতদের পরিচয় নিশ্চিত করা হয়। তারা হলেন ইউপিডিএফ-এর পোস্ট কমান্ডার কর্ম চাকমা এবং তার সহযোগী লেলিন চাকমা।

তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, তিন রাউন্ড গুলি, একটি ওয়াকিটকি, দুটি মোবাইল ফোন এবং চাঁদা আদায়ের দুটি রসিদ উদ্ধার করা হয়।

পোস্টে আরও জানানো হয়, পার্বত্য চট্টগ্রামে বসবাসরত সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে ভবিষ্যতেও সেনাবাহিনীর অভিযান চলমান থাকবে।

বাংলাদেশ সেনাবাহিনী দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ—দেশের স্বাধীনতা ও অখণ্ডতা রক্ষার পাশাপাশি পার্বত্য অঞ্চলের সব জাতিগোষ্ঠীর শান্তিপূর্ণ সহাবস্থান ও নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় যেকোনো ব্যবস্থা নেওয়া হবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন