

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


পার্বত্য চট্টগ্রামের রাজনৈতিক সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)–এর সংগঠক মাইকেল চাকমাকে আট বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।
একই মামলায় সংগঠনের আরেক নেতা সুমন চাকমাকেও একই মেয়াদের সাজা দেওয়া হয়েছে।
রাঙামাটির বিশেষ জজ আদালত-২–এর বিচারক অতিরিক্ত জেলা ও দায়রা জজ তাওহিদুল হক বুধবার বিকেলে এ রায় ঘোষণা করেন।
মামলার নথি অনুযায়ী, ২০০৭ সালের ৩০ অক্টোবর লংগদু উপজেলার ভাইবোনছড়া এলাকায় চাঁদাবাজি ও মারামারির একটি ঘটনা ঘটে। তদন্তে পুলিশের পক্ষ থেকে ইউপিডিএফ নেতাদের সংশ্লিষ্টতা পাওয়া যায়। পরে লংগদু থানার তৎকালীন সহকারী উপপরিদর্শক (এএসআই) শরীফুল ইসলাম বাদী হয়ে মাইকেল চাকমা, সুমন চাকমা ও প্রদীপ চাকমাকে আসামি করে মামলা দায়ের করেন। অভিযোগ ছিল, তারা অস্ত্র প্রদর্শন করে চাঁদা দাবি ও হামলার ঘটনা ঘটান।
দীর্ঘ ১৮ বছর বিচার প্রক্রিয়া চলার পর আদালত বুধবার রায় ঘোষণা করে। রায়ে মাইকেল চাকমা ও সুমন চাকমা প্রত্যেকে ৮ বছর করে সশ্রম কারাদণ্ডে দণ্ডিত হন, তবে তৃতীয় আসামি প্রদীপ চাকমা প্রমাণের অভাবে খালাস পান।
উল্লেখ্য, ২০১৯ সালের ৯ এপ্রিল ঢাকায় অবস্থানকালে মাইকেল চাকমাকে সাদা পোশাকধারী কয়েকজন তুলে নিয়ে যায় বলে অভিযোগ করেন তার স্বজনরা। এরপর পাঁচ বছর তার কোনো খোঁজ মেলেনি। জুলাই বিপ্লবের পর তিনি মুক্তি পান এবং বর্তমানে ঢাকায় বসবাস করছেন।
তার বিরুদ্ধে পার্বত্য তিন জেলা ও চট্টগ্রামের বিভিন্ন থানায় হত্যা, অস্ত্র এবং চাঁদাবাজি সংক্রান্ত মোট ১১টি মামলা চলমান রয়েছে। বুধবার ঘোষিত এই রায় সেসব মামলার মধ্যে প্রথম রায় হিসেবে চিহ্নিত হয়েছে।
 সর্বশেষ খবর পেতে  Google News ফিডটি অনুসরণ করুন
    
    
    সর্বশেষ খবর পেতে  Google News ফিডটি অনুসরণ করুন
    
মন্তব্য করুন
 
 
                    