

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রার্থী ঘোষণা করেছেন। বিএনপির স্থায়ী কমিটির জরুরী সংবাদ সম্মেলনে রাজশাহী-৫ (পুঠিয়া-দূর্গাপুর) আসনে বিএনপির প্রার্থী অধ্যাপক নজরুল ইসলামের নাম ঘোষণা করা হয়েছে।
সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় বিএনপি জাতীয় স্থায়ী কমিটির জরুরী সংবাদ সম্মেলনে অন্যান্য প্রার্থীদের নাম ঘোষণা করার সময় মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
রাজশাহী-৫ (পুঠিয়া-দূর্গাপুর) আসনে বিএনপির ধানের শীষের প্রার্থী অধ্যাপক নজরুল ইসলাম এর নাম ঘোষণা করেন। অধ্যাপক নজরুল ইসলাম সাবেক পুঠিয়া উপজেলা চেয়ারম্যান, ২০০৮ ও ২০১৮ সালের এই আসনের ধানের শীষের দলীয় মনোনীত প্রার্থী ছিলেন এবং রাজশাহী জেলা বিএনপির আহবায়ক কমিটির অন্যতম সদস্য।
বিএনপির প্রার্থী অধ্যাপক নজরুল ইসলাম বলেন, দল যে বিশ্বাসে তার হাতে ধানের শীষ তুলে দিয়েছেন, সেই মর্যাদা তিনি রক্ষা করবেন। আমরা সবাই ভেদাভেদ ভুলে সবাই এক সাথে কাজ করে রাজশাহী-৫ আসনে নিরঙ্কুশ ভাবে ধানের শীষকে বিজয়ি করবে পুঠিয়া-দুর্গাপুরের ভোটাররা। জাতীয়বাদী দল বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে তাকে দায়িত্ব দেওয়ায় তিনি দলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছেন। একই সঙ্গে রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের সকল ভোটারদের ভোট এবং দোয়া প্রত্যাশা করেছেন তিনি।
মন্তব্য করুন