

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


এক অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম সোমবার (৩ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবে সিনিয়র সাংবাদিক মোদাব্বের হোসেনকে বুকে জড়িয়ে ধরে দুঃখপ্রকাশ করেছেন।
ঘটনাস্থলে উপস্থিত সাংবাদিকদের সামনে আব্দুস সালাম বলেন, আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। ভিড়ের মধ্যে এমন কিছু ঘটবে তা একেবারেই অনাকাঙ্ক্ষিত ছিল। মোদাব্বের ভাইকে আমি অত্যন্ত শ্রদ্ধা করি, উনি একজন সিনিয়র সাংবাদিক। এ ধরনের ঘটনা হওয়া উচিত হয়নি। যা ঘটেছে তার জন্য আমি সত্যিই দুঃখিত।
প্রতিক্রিয়ায় সাংবাদিক মোদাব্বের হোসেন বলেন, এটি আসলে একটি ভুল বোঝাবুঝির ফল। সালাম সাহেবের সঙ্গে আমার সম্পর্ক সবসময় ভালো ছিল এবং এখনো আছে। উনি বিএনপির নেতা, আমিও বিএনপি-সমর্থক পরিবার থেকে এসেছি। কিছু মহল এই ঘটনাকে রাজনৈতিকভাবে কাজে লাগানোর চেষ্টা করেছে, যা ঠিক হয়নি।
ঘটনার পর উভয়ের মধ্যে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে বিষয়টির সমাধান হয়। উপস্থিত সাংবাদিক ও গণমাধ্যম কর্মীরাও এ উদ্যোগকে ইতিবাচকভাবে গ্রহণ করেন।
মন্তব্য করুন
