

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


বাংলাদেশ পুলিশের একাডেমি সারদা থেকে রহস্যজনকভাবে নিখোঁজ হয়েছেন পুলিশের ডিআইজি এহসানুল্লাহ। বুধবার (২৯ অক্টোবর) সকাল থেকে তিনি অনুপস্থিত রয়েছেন বলে জানা গেছে।
ঘটনাটি জানাজানি হওয়ার পর রাজশাহী ও পুলিশ সদর দপ্তরে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, ক্রসফায়ার ও বিচারবহির্ভূত হত্যার অভিযোগে অভিযুক্ত বরিশালের সাবেক পুলিশ সুপার এবং বর্তমানে বাংলাদেশ পুলিশ একাডেমির সাপ্লাই বিভাগের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ডিআইজি এহসানুল্লাহকে আটক করতে বুধবার সকালে একাডেমিতে অভিযান চালানো হয়। তবে অভিযান চলাকালীন তিনি হঠাৎ করে সেখান থেকে নিখোঁজ হয়ে যান।
বাংলাদেশ পুলিশ একাডেমির পুলিশ সুপার (প্রশাসন) সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, “ডিআইজি এহসানুল্লাহ বুধবার সকাল থেকে একাডেমিতে নেই। ঢাকায় একটি টিম তাকে গ্রেফতারের জন্য এসেছিল বলে জানতে পেরেছি। তার অবস্থান জানতে অনুসন্ধান চলছে।”
এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক পুলিশের একাধিক সূত্র জানিয়েছে, ডিআইজি এহসানুল্লাহ আগে থেকেই জানতে পারেন যে, তাকে আটক করতে একটি বিশেষ টিম একাডেমিতে আসছে। খবর পেয়ে তিনি দ্রুত মোটরসাইকেলে করে সেখান থেকে বের হয়ে যান।
সূত্রগুলো আরও জানায়, সম্প্রতি তার বিরুদ্ধে নতুন করে কিছু সংবেদনশীল অভিযোগ উত্থাপিত হয়েছিল, যার তদন্তে নামার আগেই তিনি আত্মগোপনে চলে গেছেন বলে ধারণা করা হচ্ছে।
এ ঘটনায় পুলিশের বিভিন্ন ইউনিট ইতোমধ্যে সমন্বিত তল্লাশি অভিযান শুরু করেছে। তবে শুক্রবার (৩১ অক্টোবর) রাত পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি।
মন্তব্য করুন
