

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে একই সময়ে পাঁচ সন্তানের জন্ম দিয়েছেন গৃহবধূ রেশমা বেগম।
মঙ্গলবার রাত প্রায় ১০টার দিকে তিন পুত্র ও দুই কন্যার জন্ম দেন তিনি। তবে জন্মের পরপরই দুই নবজাতক মারা যায়।
বর্তমানে মা ও বাকি তিন নবজাতককে চিকিৎসকদের বিশেষ তত্ত্বাবধানে রাখা হয়েছে এবং তারা সুস্থ আছেন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
রেশমা বেগম নাটোরের লালপুর উপজেলার সাইপাড়া (পশ্চিমপাড়া) গ্রামের দিনমজুর আসিব হোসেনের স্ত্রী। আসিব হোসেন বলেন, স্থানীয় একটি খামারে তিনি দৈনিক ৪৫০ টাকা মজুরিতে কাজ করেন।
সীমিত আয়ের কারণে স্ত্রী ও নবজাতকদের যত্ন নেওয়া তার জন্য কঠিন হয়ে পড়েছে। তিনি সমাজের সবার কাছে সহযোগিতা ও দোয়া চেয়েছেন।
চিকিৎসকরা জানিয়েছেন, মা ও বাকি তিন নবজাতক এখনো পর্যবেক্ষণে আছেন এবং সুস্থতার জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হয়েছে।
 সর্বশেষ খবর পেতে  Google News ফিডটি অনুসরণ করুন
    
    
    সর্বশেষ খবর পেতে  Google News ফিডটি অনুসরণ করুন
    
মন্তব্য করুন
 
 
                    