শুক্রবার
৩০ জানুয়ারি ২০২৬, ১৭ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
৩০ জানুয়ারি ২০২৬, ১৭ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ

রাজশাহী-৫ আসনে জামায়াত প্রার্থীর গণসংযোগ

পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি
প্রকাশ : ২৯ জানুয়ারি ২০২৬, ১২:২৪ পিএম
রাজশাহী-৫ আসনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মাওলানা মনজুর রহমানের গণসংযোগ
expand
রাজশাহী-৫ আসনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মাওলানা মনজুর রহমানের গণসংযোগ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজশাহী-৫ (দুর্গাপুর-পুঠিয়া) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মাওলানা মনজুর রহমান গণসংযোগ ও প্রচারণা চালিয়েছেন।

বুধবার তিনি পুঠিয়া উপজেলার ঝলমলিয়া বাজার ও পুঠিয়া বাজার এলাকায় সাধারণ ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন এবং নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট প্রার্থনা করেন। এ সময় পথচারী ও ব্যবসায়ীদের মাঝে ব্যাপক আগ্রহ লক্ষ্য করা যায়।

গণসংযোগে প্রার্থীর সঙ্গে উপস্থিত ছিলেন উপজেলা নায়েবে আমির ইউসুফ আলী মির্জা, উপজেলা সেক্রেটারি এ এইচ এম মনসুরুল হক, উপজেলা শুরা ও কর্মপরিষদ সদস্য আমিনুল ইসলাম ডালিম, পৌরসভার সভাপতি ইঞ্জিনিয়ার এনামুল হক, পৌর সেক্রেটারি আহাদ আলী মন্টু, ছাত্রশিবিরের জেলা সেক্রেটারি আব্দুর রব হোসেনসহ জামায়াত ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

এ সময় জামায়াত নেতৃবৃন্দ বলেন, জনগণের ভোটাধিকার নিশ্চিত করা এবং ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে জামায়াতে ইসলামী নির্বাচনী মাঠে সক্রিয় রয়েছে। তারা শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ ও ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ কামনা করেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X