শুক্রবার
৩০ জানুয়ারি ২০২৬, ১৭ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
৩০ জানুয়ারি ২০২৬, ১৭ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ

রাজশাহীতে তারেক রহমানের জনসভার মঞ্চ প্রস্তুত, আসছেন নেতাকর্মীরা

রাজশাহী প্রতিনিধি
প্রকাশ : ২৯ জানুয়ারি ২০২৬, ১০:০২ এএম
ছবি সংগৃহীত
expand
ছবি সংগৃহীত

ঐতিহাসিক রাজশাহী মাদ্রাসা ময়দান আজ বিএনপির বড় নির্বাচনী জনসমাবেশকে কেন্দ্র করে সরগরম হয়ে উঠেছে। দলটির চেয়ারম্যান তারেক রহমানের আগমন উপলক্ষে সকাল থেকেই মাঠ ও আশপাশের এলাকায় নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে। আয়োজকদের তথ্য অনুযায়ী, বেলা ১২টার দিকে জনসভা আনুষ্ঠানিকভাবে শুরু হওয়ার কথা রয়েছে।

সকাল সাড়ে ৮টা থেকে রাজশাহী জেলার বিভিন্ন ওয়ার্ড ও থানা থেকে নেতাকর্মীরা মিছিল নিয়ে সমাবেশস্থলে আসতে শুরু করেন। তাদের হাতে দলীয় ও জাতীয় পতাকা, ব্যানার-ফেস্টুন এবং মাথায় দলীয় ব্যান্ড দেখা যায়। মাঠজুড়ে দলীয় স্লোগানের পাশাপাশি তারেক রহমানকে স্বাগত জানিয়ে বিভিন্ন শ্লোগান দিতে শোনা যায়। ইতোমধ্যে সমাবেশের মূল মঞ্চ প্রস্তুত করা হয়েছে। সাউন্ড সিস্টেম, দর্শকদের বসার ব্যবস্থা এবং প্রবেশ-বাহির নিয়ন্ত্রণে স্বেচ্ছাসেবকেরা দায়িত্ব পালন করছেন।

জনসভাকে ঘিরে মাদ্রাসা ময়দান ও আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ট্রাফিক নিয়ন্ত্রণ, জনসমাগম ব্যবস্থাপনা ও ভিআইপি চলাচলকে কেন্দ্র করে বিশেষ প্রস্তুতি নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

রাজশাহী বিভাগ বিএনপির উদ্যোগে আয়োজিত এ জনসভায় সভাপতিত্ব করবেন রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুন-অর-রশিদ এবং সঞ্চালনা করবেন সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান লিটন। দলীয় কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দেরও বক্তব্য দেওয়ার কথা রয়েছে।

দলীয় সূত্র জানিয়েছে, দুপুর ২টার দিকে জনসভায় উপস্থিত হয়ে বক্তব্য রাখবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। রাজশাহী থেকে শুরু হচ্ছে তার তিন দিনের উত্তরাঞ্চলভিত্তিক নির্বাচনী প্রচারাভিযান। আজকের কর্মসূচির অংশ হিসেবে বিকাল সাড়ে ৫টায় নওগাঁর এটিম মাঠে এবং রাত সাড়ে ৭টায় বগুড়ার আলফাতুন্নেসা খেলার মাঠে নির্বাচনী সমাবেশে বক্তব্য রাখার কথা রয়েছে তার।

তিন দিনের সফরসূচিতে আগামী ৩০ জানুয়ারি বিকাল ৩টা ৪৫ মিনিটে রংপুরের পীরগঞ্জে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত এবং সাড়ে ৪টায় রংপুর ঈদগাহ মাঠে জনসভায় অংশ নেবেন তিনি। ৩১ জানুয়ারি বেলা ২টায় বিসিক শিল্প পার্কে এবং বিকাল ৪টায় ঢাকা–টাঙ্গাইল মহাসড়কের দরুন চরজানা বাইপাস এলাকায় নির্বাচনী জনসভায় বক্তব্য রাখবেন বিএনপি চেয়ারম্যান। সফরকালে দুই দিন বগুড়ার হোটেল নাজ গার্ডনে রাত্রিযাপনের পরিকল্পনা রয়েছে।

উল্লেখ্য, গত ২২ জানুয়ারি সিলেট থেকে নির্বাচনী প্রচারণা শুরু করেন তারেক রহমান। উত্তরাঞ্চলে এ সফরকে দলটির নির্বাচনী প্রস্তুতির গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে দেখছেন সংশ্লিষ্ট নেতারা।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X