

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


রাজশাহীতে ভেনেজুয়েলায় মার্কিন সামরিক আগ্রাসনের প্রতিবাদে বুধবার (৭ জানুয়ারি) মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বেলা ১১টায় নগরীর সাহেব বাজার জিরোপয়েন্টে আগ্রাসনবিরোধী নাগরিক সমাজ রাজশাহীর উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, গত ৩ জানুয়ারি মার্কিন সাম্রাজ্যবাদ ভেনেজুয়েলায় সামরিক আগ্রাসন চালিয়ে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে অপহরণ করেছে, যা আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন। এটি একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্রের ওপর বিনা উস্কানিতে হামলা এবং মানবতার বিরুদ্ধে গুরুতর অপরাধ।
বক্তারা আরও বলেন, মানবতার কথা বললেও বাস্তবে যুক্তরাষ্ট্র বিশ্বব্যাপী মানবতাবিরোধী কর্মকাণ্ডে জড়িত। মাদক বিস্তার ও সন্ত্রাস দমনের অজুহাতে ভেনেজুয়েলার খনিজ ও তেল লুটপাটের উদ্দেশ্যে এ আগ্রাসন চালানো হয়েছে, যা বিশ্বব্যাপী গণতন্ত্রকামী মানুষের হৃদয়ে গভীর ক্ষত সৃষ্টি করেছে। মার্কিন সাম্রাজ্যবাদের কারণে বিশ্বের প্রতিটি দেশই নিরাপত্তাহীনতায় ভুগছে।
তারা আরও বলেন, সময় এসেছে ভিন্ন মত ও মতাদর্শ ভুলে বিশ্বের গণতন্ত্রকামী জনগণকে একতাবদ্ধ হয়ে মার্কিন সাম্রাজ্যবাদের মানবতাবিরোধী কার্যক্রমের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে। ভেনেজুয়েলার জনগণের ভবিষ্যৎ নির্ধারণের অধিকার একমাত্র তাদেরই এবং বাইরের কোনো শক্তির হস্তক্ষেপ কাম্য নয়।
মানববন্ধন থেকে বক্তারা যুদ্ধ, অবরোধ ও হুমকির রাজনীতি প্রত্যাখ্যান করে সাম্রাজ্যবাদী আগ্রাসন বন্ধ এবং ভেনেজুয়েলার জনগণের ইচ্ছার প্রতি সম্মান জানানোর আহ্বান জানান। মানববন্ধন শেষে সাহেব বাজার জিরোপয়েন্ট থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে বাটার মোড় এলাকায় শেষ হয়।
এতে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট হোসেন আলী পেয়ার, মাহমুদ জামান কাদেরী, মাহবুব সিদ্দিকী, প্রফেসর শৌভিক রেজা, প্রফেসর গোলাম সারোয়ার, আলফাজ হোসেন (যুবরাজ), নাদিম সিনা এবং মো. আতিকুর রহমান আতিকসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
মন্তব্য করুন
