

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


রাজবাড়ীর কালুখালী উপজেলার সাওরাইল ইউনিয়নের লাড়িবাড়ী গ্রামের লাড়ী মাঠে রাতের আঁধারে কীটনাশক ছিটিয়ে দুই কৃষকের পেঁয়াজের বীজতলা নষ্ট করে দিয়েছে দুর্বৃত্তরা। এতে প্রায় আড়াই লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগীরা।
ঘটনাটি ঘটে রবিবার (১৬ নভেম্বর) সাওরাইল ইউনিয়নের লাড়িবাড়ী গ্রামের লাড়ী মাঠ । ক্ষতিগ্রস্ত কৃষকরা হলেন—লাড়িবাড়ী গ্রামের মো. নুর আলী মোল্লা ও মো. জালাল খান।
ভুক্তভোগী নুর আলী মোল্লা বলেন, মাঠে গিয়ে দেখি ২–৩ দিন আগে কে বা কারা রাতের আঁধারে আমার প্রায় ১ পাকি জমির বীজতলায় ঘাসনাশক মিশ্রিত কীটনাশক প্রয়োগ করেছে। এতে সব চারা নষ্ট হয়ে গেছে। এই চারাগুলো রোপণ করতে পারলে পেঁয়াজ বিক্রি করে ১০–১২ লাখ টাকা লাভবান হতে পারতাম। আমি প্রশাসনের কাছে ঘটনার সঠিক তদন্ত ও দোষীদের শাস্তি দাবি করছি।
ভুক্তভোগী আরেক কৃষক মো. জালাল খান বলেন, গচ্ছিত টাকা আর ধারদেনা করে প্রায় ১০ শতাংশ জমিতে পেঁয়াজের চারা তৈরি করেছিলাম। রাতে কে বা কারা বিষ প্রয়োগ করে সব নষ্ট করে দিয়েছে। আমি নিঃস্ব হয়ে গেলাম।
স্থানীয় কৃষকদের ধারণা, নষ্ট হয়ে যাওয়া চারাগুলো পুনরুদ্ধারের আর কোনো সুযোগ নেই। ফলে দুই কৃষকই বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছেন। তারা আশঙ্কা করছেন এ ধরনের অপরাধের দৃষ্টান্তমূলক ব্যবস্থা না হলে ভবিষ্যতে আরও এমন ঘটনা ঘটতে পারে।
সাওরাইল ইউনিয়নের উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. সালাউদ্দিন বলেন, ঘটনার খবর পেয়ে গিয়ে দেখি বিসনাশকজাতীয় কীটনাশক প্রয়োগ করা হয়েছে। এতে চারা মরে যাচ্ছে। আমরা প্রাথমিক কিছু পরামর্শ দিয়েছি, তবে চারাগুলো বাঁচার সম্ভাবনা খুবই কম।
কালুখালী উপজেলা কৃষি অফিসার পূর্নিমা হালদার বলেন, এই বিষয়ে আমরা অবগত আছি। ঘটনা শোনার পর আমাদের সাওরাইল ইউপির উপ সহকারী কৃষি অফিসার ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এমন কাজ আসলেই নেক্কারজন। তবে আমরা ওই কৃষকদের সার্বিক পরামর্শ দেওয়া সহ তাকে কিভাবে সাহায্য করা যায় সেটি দেখছি।
মন্তব্য করুন