

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) নবনির্বাচিত সহ-সভাপতি মো. আবু সাদিক (সাদিক কায়েম)-এর ফেসবুক আইডি হঠাৎ করেই অদৃশ্য হয়ে গেছে। এজন্য তার মন খারাপ।
শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকাল থেকে তাঁর ভেরিফায়েড অ্যাকাউন্ট, যেখানে ৯ লাখের বেশি ফলোয়ার ছিল, সেটি আর খুঁজে পাওয়া যাচ্ছে না।
সাদিক কায়েম জানান, বৃহস্পতিবার রাতে সব ঠিকঠাক থাকলেও সকালে ঘুম থেকে উঠে দেখেন তাঁর আইডিতে লগ ইন করা যাচ্ছে না। পরে অনেকেই ফোনে জানিয়েছেন, ফেসবুকে তাঁর প্রোফাইল খুঁজেও পাওয়া যাচ্ছে না।
তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে তাঁর প্যানেলের একাধিক প্রার্থী আগেও সংঘবদ্ধ রিপোর্টিংয়ের শিকার হয়েছেন। এমনকি নির্বাচনের আগের দিন তিনি এবং নবনির্বাচিত সাধারণ সম্পাদক (জিএস) এস এম ফরহাদ নিজেদের আইডি ডিএক্টিভ রাখলেও পরে ফের সক্রিয় করেছিলেন। তবে এখনো এ ধরনের সংগঠিত রিপোর্ট চলতে পারে বলে তিনি মনে করেন।
এ বিষয়ে দ্রুত প্রযুক্তিবিদদের সহযোগিতা নেওয়ার পরিকল্পনা করছেন বলেও জানান সাদিক কায়েম।
প্রসঙ্গত, নির্বাচনের আগেই ছাত্রদল সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম এবং জিএস প্রার্থী শেখ তানভীর বারী হামিম একই সমস্যার সম্মুখীন হওয়ার অভিযোগ করেছিলেন। পরে শিবির সমর্থিত প্যানেলের প্রার্থী সাদিক কায়েম ও এস এম ফরহাদও নিজেদের অ্যাকাউন্ট নিরাপত্তার জন্য সাময়িকভাবে বন্ধ রেখেছিলেন।
মন্তব্য করুন
